এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
পেন্টাগনের নথি ফাঁসের ঘটনায় চাঞ্চল্য কমছেই না। এবার ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে গোপনে প্রাণঘাতী অস্ত্র দেয়ার বিষয়ে চীন রাজি হয়েছে বলে নতুন তথ্য ফাঁস হয়েছে।
পেন্টাগনের ফাঁস হওয়া নথি। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সম্পর্কিত ফাঁস হওয়া নথিতে এ তথ্য জানা গেছে বলে খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।
মার্কিন প্রতিরক্ষা সদর দফতর- পেন্টাগন থেকে কয়েক ডজন গোপন সামরিক নথি ফাঁসের ঘটনায় তোলপাড় বিশ্ব রাজনৈতিক অঙ্গন। একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসকে কেন্দ্র করে নড়েচড়ে বসেছে পরাশক্তিগুলো।
এবার মার্কিন প্রতিরক্ষা সম্পর্কিত ফাঁস হওয়া নথি থেকে নতুন তথ্য জানা গেছে উল্লেখ করে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্র দেয়ার বিষয়ে অনুমতি দিয়েছে চীন। তবে অস্ত্র চালানের বিষয়টি গোপন রাখার শর্ত দেয় বেইজিং।
আরও পড়ুন: পেন্টাগনের গোয়েন্দা নথি ফাঁসের অভিযোগে ১ সন্দেহভাজন গ্রেফতার
এছাড়া মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী, চীনের রাশিয়াকে অস্ত্র দেয়া সংক্রান্ত অতি গোপন ওই মার্কিন গোয়েন্দা নথিটি ২৩ ফেব্রুয়ারির বলেও জানানো হয়। এতে বলা হয়, প্রাণঘাতী অস্ত্র দেয়ার সময় বেসামরিক পণ্যের চালান দেখিয়ে বেইজিং সেসব অস্ত্র মস্কোতে পাঠাবে।
এদিকে নথি ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া মার্কিন তরুণের ১৫ বছরের সাজা হতে পারে। ২১ বছর বয়সি মার্কিন বিমানবাহিনীর কর্মী জ্যাক টেক্সাইরাকে শুক্রবার (১৪ এপ্রিল) বোস্টন আদালতে হাজির করা হয়। আদালত তাকে জাতীয় প্রতিরক্ষা তথ্য সরানো, ধারণ ও প্রচারের অভিযোগে অভিযুক্ত করেন। তার বিরুদ্ধে গুপ্তরচবৃত্তি আইনে মামলা হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ম্যাসাচুসেটসের ডাইটনের বাড়ি থেকে জ্যাক টেক্সাইরাকে গ্রেফতার করে এফবিআই। এর মধ্যেই নথি ফাঁস নিয়ে বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে অনুসন্ধানে কত সময় লাগবে তা নিশ্চিত করেননি তিনি।
No comments: