আবাহনী-মোহামেডান দ্বৈরথে শুরু ডিপিএল সুপার লিগ
Nagad
আবাহনী-মোহামেডান দ্বৈরথে শুরু ডিপিএল সুপার লিগ
আবাহনী-মোহামেডান দ্বৈরথ মানেই ছিল বাড়তি উত্তেজনা। ম্যাচের দিন রাজধানী ঢাকার বাইরে থেকেও দল বেঁধে ট্রাকে-বাসে করে সমর্থকরা চলে আসতো স্টেডিয়ামে। মাঠের লড়াই ছড়িয়ে পড়ত বাইরেও। দিনের পর দিন ঐতিহ্যবাহী দুই দলের লড়াই জৌলুস হারিয়েছে।
সোমবার (১ মে) শুরু হচ্ছে চলতি আসরের ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগ পর্ব। প্রথম দিনেই সকাল ৯টায় মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে আবাহনী-মোহামেডান হাই-ভোল্টেজ ম্যাচে দিয়ে শুরু হচ্ছে ছয় দলের সুপার লিগ পর্ব। একই দিন শুরু হবে রেলিগেশন লিগও।
এবার সুপার লিগে প্রতিদিন থাকছে তিনটি করে ম্যাচ। বৈরি আবহাওয়ার কারণে খেলা যদি মাঠে না গড়ায়, তার জন্য রিজার্ভ ডের ব্যবস্থা রাখা হয়েছে। আর প্রতিটি ম্যাচের পর ক্রিকেটারদের বিশ্রামের কথা মাথায় রেখে একদিন করে রেস্ট ডে রাখা হয়েছে।
এবারের আসরে সুপার লিগের ছয়টি দল হলো, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আবাহনী লিমিটেড, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।
Tag: English News games lid news
No comments: