জলবায়ু পরিবর্তন রুখতে বড় পদক্ষেপ জাতিসংঘের
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন রুখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে জাতিসংঘ। জলবায়ু রক্ষায় করনীয় ঠিক করতে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস আইসিজে'র মতামত চেয়েছেন সংস্থাটির মহাসচিব আন্তনিও গুতেরেস।
নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে জলবায়ু বিষয়ক এক অধিবেশনে বক্তব্য দেন ভানুয়াতুর প্রধানমন্ত্রী আলাতোই ইসমাইল কলসাকাউ। ছবি: আল জাজিরা
ন
অন্যদিকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার দ্বিগুণ করতে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্বন নিঃসরণ আরও কমানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া।
গত কয়েক বছর ধরে জলবায়ু পরিবর্তন বিশ্বব্যাপী উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর বিরূপ প্রভাবের ঝুঁকি থেকে বাঁচতে প্রতি বছরই আয়োজন করা হয় জলবায়ু সম্মেলন। দেয়া হয় অনেক প্রতিশ্রুতি। কার্বন নি:সরণ কমানো ও বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার বিষয়ে আলোচনা হলেও কার্যত কোন ফল আসেনি।
আরও পড়ুন: ভারতের মরুভূমিতে জলবায়ুবান্ধব নকশায় তৈরি স্কুল
এবার বৈশ্বিক জলবায়ু পরিবর্তন রুখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে যাচ্ছে জাতিসংঘ। আল জাজিরা জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষ ও জলবায়ু রক্ষায় কী কী পদক্ষেপ নেয়া যেতে পারে, সে বিষয়ে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস 'আইসিজে'র মতামত চেয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের সাধারণ পরিষদে এই সংক্রান্ত একটি প্রস্তাবও পাস হয়েছে। সম্প্রতি ভানুয়াতু জাতিসংঘে একটি প্রস্তাব উত্থাপন করে। এতে সম্মতি দেয় আরও ১৩২টি দেশ। এই প্রস্তাবের উদ্দেশ্য ছিল, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষদের রক্ষা ও জলবায়ুব্যবস্থা সংরক্ষণে কী কী পদক্ষেপ নিতে হবে তা বাতলে দিক আইসিজে।
এদিকে জাতিসংঘে পাস হওয়া এই প্রস্তাবকে গুরুত্বের সঙ্গে দেখছেন বিজ্ঞানীরাও। জলবায়ু পরিবর্তন রোধে প্যারিস চুক্তির পর জাতিসংঘের এই প্রস্তাব পাসকে সবচেয়ে বড় পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন অনেকে।
আরও পড়ুন: জাতিসংঘের প্রতিবেদন /জলবায়ু বিপর্যয়ে বিশ্বজুড়ে বেড়েছে মানবপাচার
জলবায়ু পরিবর্তন রোধে জাতিসংঘে যখন প্রস্তাব পাশ করেছে, তখন নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার দ্বিগুণ করতে সম্মত হয়েছে ইইউর দেশগুলো। বৃহস্পতিবার (৩০ মার্চ) এ বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে ইইউ। এতে বলা হয়েছে, ২০৩০ সাল নাগাদ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়িয়ে ৪৫ দশমিক ৫ শতাংশ করা হবে। বর্তমানে এই জ্বালানির ব্যবহার হয় ২২ শতাংশ।
অন্যদিকে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো, গ্যাস ও কয়লানির্ভর জ্বালানি খাতে ব্যয় কমাতে নতুন একটি আইন পাস করেছে অস্ট্রেলিয়া। ২০৩০ সাল নাগাদ কার্বন নিঃসরণ ৪৩ শতাংশ কমিয়ে আনতে দেশটি যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, তা বাস্তবায়নেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স
No comments: