Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » আইপিএলের উদ্বোধনী ম্যাচে জয় পেল গুজরাট




আইপিএলের উদ্বোধনী ম্যাচে জয় পেল গুজরাট আইপিএলের গত আসরের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। তাদের বিরুদ্ধে ১৬তম আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস। নতুন আসরের এই ম্যাচে জয় দিয়ে শুভসূচনা করল বর্তমান চ্যাম্পিয়ন্সরা। চেন্নাইকে তারা ৫ উইকেটে হারিয়েছে। গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস ম্যাচ। ছবি : সংগৃহীত শুক্রবার (৩১ মার্চ) রাত ৮টায় আহমেদাবাদে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স ও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ম্যাচটিতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান করে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। জবাবে ৫ উইকেট হারিয়ে ৪ বল হাতে রেখে ১৮২ রান তোলে গুজরাট। তাতে ৫ উইকেটের জয় পায় হার্দিক পান্ডিয়ার দল। No description available. উদ্বোধনী ম্যাচ চলাকালীন ড্রোন দিয়ে আইপিএলের শিরোপা তৈরি করা হয়। ছবি : সংগৃহীত ১৭৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে ৩৭ রানের উদ্বোধনী জুটি গড়েন গুজরাট ওপেনার ঋদ্ধিমান সাহা ও শুভমান গিল। ৩.৫ ওভারে ভাঙে সেই জুটি। তবে দলের পক্ষে দারুণ লড়াই করেন গিল। তিনি আউট হওয়ার আগে ৩৬ বলে ৬ চার ও ৩ ছক্কার সাহায্যে ৬৩ রান করেন। এ দিন হার্দিক পান্ডিয়া দলের জন্য ব্যাট হাতে তেমন কিছুই করতে পারেননি। ১১ বলে মাত্র ৮ রান করে জাদেজার বলে বোল্ড হয়েছেন। তবে শেষদিকে রাহুল তেওয়াতিয়া ও রশিদ খান মিলে দলের জয় নিশ্চিত করেন। দুজনেই ছিলেন অপরাজিত। রাহুল করেন ১৪ বলে ১৫ রান ও রশিদ নেন ৩ বলে ১০ রান। চেন্নাইয়ের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন রাজবর্ধন হাঙ্গারগেকর। আরও পড়ুন: আইপিএলের উদ্বোধনী মঞ্চ মাতালেন অরিজিৎ, তামান্না ও রাশমিকা চেন্নাইয়ের পক্ষে সর্বোচ্চ ৯২ রানে করেন রুতুরাজ গায়কওয়াড়। তিনি ৫০ বল থেকে ৪টি চার ও ৯টি ছয়ের সাহায্যে এই রান করেন। মূলত তার রানেই ভর করে চেন্নাই ১৭৮ সংগ্রহ গড়ে। দলের অধিনায়ক ধোনি শেষদিকে ব্যাটিংয়ে এসে ৭ বলে করেন অপরাজিত ১৪ রান। এছাড়া মঈন আলী ২৩ ও শিবম দুবে করেন ১৯ রান। গুজরাটের পক্ষে দুটি করে উইকেট নেন মোহাম্মদ শামি, রশিদ খান ও আলজারি জোসেফ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply