Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » রাঘবের সঙ্গে বিয়ের গুঞ্জন, লাজুক পরিণীতির জবাব




রাঘবের সঙ্গে বিয়ের গুঞ্জন, লাজুক পরিণীতির জবাব প্রথম দেখা মুম্বাইয়ের একটি রেস্তোরাঁয়। দ্বিতীয়বার ফের একসঙ্গে দেখা যায় আরও একটি অনুষ্ঠানে অভিনেত্রী পরিণীতি চোপড়াকে। তার পর থেকেই শুরু প্রেমের গুঞ্জন। এদিকে মঙ্গলবার আম আদমি পার্টির আরও এক নেতা সঞ্জীব অরোরার টুইটে প্রায় হইচই পড়ে গেছে। তার পর থেকে পরিণীতি ও রাঘবের জন্য একের পর এক শুভেচ্ছাবার্তা। শুরু হয় নতুন জল্পনা, সবাই প্রায় ধরেই বসেন পরিণীতি-রাঘবের বাগদান সারা। বাকি চার হাত এক হওয়া। এসব জল্পনা যখন তুঙ্গে, সেই সময়ই আলোকচিত্রীদের মুখোমুখি পরিণীতি। অভিনেত্রীকে সামনে পেয়ে প্রশ্ন ছুড়ে দেন আলোকচিত্রীরা। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় একের পর এক প্রশ্ন— ‘ম্যাম যেটা শুনছি সেটা কি সত্যি’, ‘ম্যাম কবে বিয়ে’, ‘পরি ম্যাম, রাঘব স্যারের ব্যাপারে কিছু বলুন’— নানা প্রশ্ন। একটাও জবাব দেননি। যতই প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, ততই লজ্জায় লাল হয়েছেন অভিনেত্রী। গাড়িতে ওঠার সময় বলেন, ‘হুমমম’। তবে ঘনিষ্ঠ সূত্র জানায়, আত্মীয়-পরিজনের মধ্যে প্রাথমিক আলোচনার পরই নাকি রেস্তোরাঁয় যান তারা। পরিবারের সদস্যরাও একে অপরের সঙ্গে পরিচিত। খুব শিগগিরই নাকি দুই পরিবারের উপস্থিতিতে ব্যক্তিগত পরিসরে ‘রোকা’ অনুষ্ঠান হতে চলেছে পরিণীতির। তার পরে সম্পর্কের কথা প্রকাশ্যে আনতে চাইছেন যুগল।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply