আমিরাতে ১০ হাজারের বেশি পণ্যে ৭৫ শতাংশ মূল্যছাড়
পবিত্র রামজান মাসে সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে ‘রমজান উৎসব ২০২৩’ উপলক্ষে ৭৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দেয়া হচ্ছে।
ছবি: সংগৃহীত
রোববার (২৬ মার্চ) খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৫ থেকে ২১ এপ্রিল শারজাহ এক্সপো সেন্টারে ৩৩তম শারজাহ রমজান ফেস্টিভ্যাল চলবে। এ সময় ১০ হাজারের বেশি খাদ্য-অখাদ্য পণ্যে ৭৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাবেন ক্রেতারা।
উৎসবটি পবিত্র রমজান মাসে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
শারজাহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) এবং এক্সপো সেন্টার শারজাহর চেয়ারম্যান আবদুল্লাহ সুলতান আল ওয়েইস বলেন, উৎসবটি অর্থনৈতিক ও সামাজিক উভয় ক্ষেত্রেই বেশ তাৎপর্যপূর্ণ। এটি খুচরা খাতকে শক্তিশালী করার একটি অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। একই সঙ্গে ইতিবাচক সামাজিক দিকগুলো তুলে ধরবে।
এক্সপো সেন্টার শারজাহর প্রধান নির্বাহী সাইফ মোহাম্মদ আল মিদফা বলেছেন, ১৭ দিনব্যাপী প্রদর্শনীটি পরিবার এবং অন্যান্যদের সঙ্গে রমজান মাসের আনন্দদায়ক সন্ধ্যা উপভোগ করার বিস্তৃত অভিজ্ঞতা দেবে।
আরও পড়ুন: রমজান উপলক্ষে ৭০টি নিত্যপণ্যে ছয়মাসের জন্য মূল্যছাড় আমিরাতের প্রতিষ্ঠানের
এদিকে পবিত্র রমজান মাস উপলক্ষে ২২ মার্চ শারজাহতে শুরু হয়েছে রমজান উৎসব। এ আয়োজন চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। আমিরাতের বিভিন্ন শহর ও অঞ্চলে চলা এ আয়োজনেও ৭৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দেয়া হচ্ছে। এ আয়োজনের উদ্যোক্তাও শারজাহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
উৎসবের এ ৩৫ দিনে দর্শনার্থীরা বিনোদনমূলক ইভেন্ট, নানা অফার ও পুরস্কার জেতার পাশাপাশি শপিংমলে বিশাল ছাড় উপভোগ করার সুযোগ পাবেন।
এবারের উৎসবের স্লোগান, ‘রমজান: টুগেদার উই মেক ইট মোর মেমোরেবল’।
আয়োজক কমিটির মহাপরিচালক মোহাম্মদ আহমেদ আমিন আল আওয়াদি বলেছেন, উৎসব শুধু স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী বা বাজারে বাণিজ্যিক আন্দোলন সক্রিয় করতেই অবদান রাখবে না, বরং বিনিয়োগ বৃদ্ধিতেও সহায়তা করবে।
আরও পড়ুন: রমজান উপলক্ষে ৭ দেশে খাদ্য সহায়তা দিলেন সৌদি বাদশাহ
এর আগে পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে স্থানীয়দের ব্যয়ভার কমাতে নিত্যপ্রয়োজনীয় ৭০টিরও বেশি পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের একটি চেইনশপ এবং অন্যান্য প্রতিষ্ঠান। এই মূল্যছাড় চলবে আগামী ছয়মাস পর্যন্ত। যেকোনো একটি পণ্যে কোনো একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।
প্রতিবেদনে বলা হয়েছে, চেইনশপ ইউনিয়ন কো-অপারেটিভ ঘোষিত এই মূল্যছাড় শুরু হবে আগামী ২৯ মার্চ থেকে। চলবে পরবর্তী ছয়মাস।
ইউনিয়ন কো-অপারেটিভ প্রধান প্রধান নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে যেগুলোর দাম কমিয়েছে তার মধ্যে রয়েছে, পেঁয়াজ, আপেল, হিমায়িত মুরগি, ডিম, আটা, তেল এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য। আরব আমিরাতজুড়ে ইউনিয়ন কো-অপারেটিভের যতগুলো শাখা রয়েছে তার সবগুলোতেই এ মূল্যছাড় কার্যকর হবে।
Tag: English News lid news others world
No comments: