তিন দিন অফিসে না এলে ছাঁটাই, কর্মীদের হুমকি অ্যাপলের
অন্তত তিন দিন অফিসে না আসলে কর্মীদের ছাঁটাইয়ের হুমকি দিয়েছে টেক জায়ান্ট অ্যাপল। প্ল্যাটফর্ম নিউজের ম্যানেজিং এডিটর জো শিফারের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
অ্যাপল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বেজ রেকর্ডের মাধ্যমে কর্মীদের উপস্থিতির হার নির্ণয় করছে। ফলে যেসব কর্মী সপ্তাহে অন্তত তিন দিন অফিসে আসবেন না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিফার এক টুইট বার্তায় জানান, যদি অ্যাপলকর্মীরা সপ্তাহে কমপক্ষে তিনদিন অফিস করতে ব্যর্থ হন তবে তাদের চাকরিচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটি প্রতিষ্ঠানের সামগ্রিক পলিসি নাও হতে পারে।
গত বছরের মার্চে অ্যাপল তার কর্মীদের অফিসে ফেরার আহ্বান জানায়। তখন অবশ্য সপ্তাহে একদিন কাজের নীতি চালু করে প্রতিষ্ঠানটি। মূলত অ্যাপল করোনা মহামারির মধ্যে কর্মীদের বাড়িতে বসে কাজের সুযোগ দিয়েছিল। পরে ২০২২ সালে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সবাইকে অফিসে আসার আহ্বান জানানো হয়।
আরও পড়ুন: বড় অংকের জরিমানার মুখে পড়তে পারে অ্যাপল
সেসময় অ্যাপলের সিইও টিম কুক এক মেমোতে বলেছিলেন, ‘আমি জানি অনেকের জন্যই দিনটি বহুল প্রত্যাশিত। আমরা আবারও অফিসে কাজ শুরু করতে যাচ্ছি। যা ইতিবাচক দিকগুলোর একটি।’ তিনি আরও বলেন, ‘আমি এও জানি, কারও কারও জন্য বিষয়টি বেশ চ্যালেঞ্জিং। তবে সেসব কর্মীদের জানাতে চাই, প্রতিষ্ঠানের তরফ থেকে তাদের সর্বাত্মক সহায়তা করা হবে।’
Tag: English News lid news others world
No comments: