বাবা হচ্ছেন ‘হ্যারি পটার’ খ্যাত ড্যানিয়েল
এক দশকেরও বেশি সময় ধরে আমেরিকান অভিনেত্রী এরিন ডার্কের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন ‘হ্যারি পটার’ খ্যাত অভিনেতা ড্যানিয়েল র্যাডক্লিফ। চলতি বছরের শেষ দিকে দুই থেকে তিন হবেন তারা।
জানা গেছে, ড্যানিয়েলের প্রেমিকা সন্তানসম্ভবা। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকলেও এবারই প্রথম সন্তানের মুখ দেখতে চলেছেন এই জুটি।
২০১৩ সালে ‘কিল ইয়োর ডার্লিংস’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধেছিলেন ড্যানিয়েল ও এরিন। সেই সিনেমার সেটেই তাদের বন্ধুত্ব, অতঃপর তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। বরাবরই নিজেদের সম্পর্ককে ব্যক্তিগত পরিসরে রাখতে পছন্দ তাদের।
প্রসঙ্গত, ‘হ্যারি পটার’-এ অভিনয়ের সুবাদে সিনেপ্রেমীদের কাছে বেশ জনপ্রিয় ড্যানিয়েল। এরিন তার প্রেমিকের জনপ্রিয়তার ধারে কাছে না থাকলেও হলিউডে নিজের জায়গা করে নিয়েছেন তিনি
No comments: