টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশের লক্ষ্য টাইগারদের
ওয়ানডেতে নাস্তানাবুদ করার পর এবার টি-টোয়েন্টি সিরিজেও আয়ারল্যান্ডকে একই স্বাদ দিতে চায় টাইগাররা। ফরম্যাটের মেজাজ অনুযায়ী মারকাটারি ক্রিকেট খেলাই মূল লক্ষ্য বলে জানালেন টাইগার কোচ হাথুরু। আর ওয়ানডের তিক্ত অভিজ্ঞতা ভুলে নতুন শুরুর আশায় আইরিশরা।
চট্টগ্রামে সোমবার দুপুর ২টায় শুরু হবে ম্যাচ।
টিম বাংলাদেশের পছন্দের ফরম্যাট ওয়ানডে। টি-টোয়েন্টতে রেকর্ড তলানির দিকেই। তবে তরুণদের হাত ধরে বদলে যাওয়ার গল্প লিখছে সাকিবরা। টি-টোয়েন্টিতে ইংলিশদের ধবল ধোলাই করাই তার প্রমাণ
Tag: English News lid news national
No comments: