এক ম্যাচে যত রেকর্ড বাংলাদেশের
বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ম্যাচ। ছবি: বিসিবি
এক ম্যাচে এত অর্জন আগে কখনও দেখেনি বাংলাদেশ। কী ছিল না গতকাল সোমবার (২০ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচে? একনজরে জেনে নেওয়া যাক এক ম্যাচে যত রেকর্ড গড়ল বাংলাদেশ।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুশফিকুর রহিম একাই করলেন দুটো অর্জন। ৬০ বলে করা অপরাজিত ১০০ রান, যা ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি। পাশাপাশি সাকিব আল হাসান-তামিম ইকবালের পর তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে সাত হাজার রান পূর্ণ করেন তিনি।
বাংলাদেশের জার্সিতে প্রথম ব্যাটার হিসেবে সব ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ওয়ানডে অধিনায়ক ও দেশসেরা ওপেনার তামিম ইকবাল। শাহরিয়ার নাফিসের সঙ্গে যৌথভাবে সবচেয়ে কম ইনিংসে ওয়ানডেতে দুই হাজার রান পূর্ণ করলেন ওপেনার লিটন কুমার দাস। ওয়ানডেতে ক্যারিয়ার সেরা ৭৩ রান করেন নাজমুল হোসেন শান্ত।
সবকিছুর সমন্বয়ে একদিনের ক্রিকেটে নিজেদের দলীয় সর্বোচ্চ ৩৪৯ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ। ভাঙে আগের ম্যাচে আইরিশদের বিপক্ষে করা ৩৩৮ রানের রেকর্ড। এতসব রেকর্ডে গড়া ঐতিহাসিক ম্যাচটাই কি না পরিত্যক্ত হলো বেরসিক বৃষ্টিতে!
সিলেটের সবুজ ঘাসে বৃষ্টির রিনিঝিনি অন্য সময়ে ভালো লাগলেও গতকাল খেলা যেন মাঠে গড়ায়, এমন চাওয়াই ছিল ভক্ত-সমর্থকদের। সেটি অবশ্য হয়নি। তবে যা হয়েছে তা কম নয়। এই দিনটি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সুখের একটি দিন হয়েই থাকবে
No comments: