পার্লামেন্ট ভেঙে দিলেন থাই প্রধানমন্ত্রী, মে মাসে নির্বাচন
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। সোমবার (২০ মার্চ) পার্লামেন্ট ভেঙে দেয়ার পাশাপাশি তিনি মে মাসে সাধারণ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন। খবর এএফপির।
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা। ছবি: প্রধানমন্ত্রী
রাজকীয় গ্যাজেটে প্রকাশিত এক ঘোষণায় পার্লামেন্ট বাতিলের কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, নির্বাচন কমিশন পরে ভোটের তারিখ ঘোষণা করবে। ধারণা করা হচ্ছে মে মাসের ৭ বা ১৪ তারিখ ভোট হতে পারে।
২০১৪ সালে সহিংস অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে হটিয়ে থাইল্যান্ডের ক্ষমতা গ্রহণ করেন দেশটির তৎকালীন সেনাপ্রধান প্রায়ুথ।
আরও পড়ুন: থাইল্যান্ডে অবৈধ কার্যক্রমে জড়িত অভিযোগে চীনা নাগরিকের ভিসা বাতিল
এবারের নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচার নতুন ইউনাইটেড থাই নেশন পার্টিকে চ্যালেঞ্জ জানাবে মূলত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ের নেতৃত্বাধীন পিউ থাই পার্টি।
থাকসিন সিনাওয়াত্রা ২০০৬ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছিলেন। তার মেয়ে কয়েকমাস ধরেই জনমত জরিপগুলোতে প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচার চেয়ে এগিয়ে রয়েছেন।
আরও পড়ুন: থাইল্যান্ডের গুহা থেকে উদ্ধার সেই ফুটবল দলের ক্যাপ্টেনের মৃত্যু
জনমত জরিপে প্রধানমন্ত্রী হওয়ার সম্মুখসারিতে আছেন সিনাওয়াত্রার মেয়ে। গত সপ্তাহান্তে তার জনসমর্থন ১০ পয়েন্ট থেকে একলাফে বেড়ে ৩৮ দশমিক ২ শতাংশ হয়েছে।
অন্যদিকে, ন্যাশনাল ইন্সটিটিউট অব ডেভেলপমেন্ট অ্যাডমিন্সট্রেশনের (এনআইডিএ) জরিপে প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা ১৫ দশমিক ৬৫ শতাংশ জনসমর্থন পেয়ে তৃতীয় অবস্থানে আছেন।
Tag: English News lid news world
No comments: