আত্মসমর্পণ করব না’, পুলিশকে চ্যালেঞ্জ অমৃতপালের
ভারতের বিচ্ছিন্নতাবাদী নেতা অমৃতপাল সিংয়ের আত্মসমর্পণের খবর প্রকাশের পর পাঞ্জাবজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অমৃতসরের স্বর্ণমন্দির ঘিরে ফেলার পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন জায়গায় বসানো হয়েছে তল্লাশি চৌকি। তবে এক ভিডিও বার্তায় আত্মসমর্পণের খবর প্রত্যাখ্যান করেছেন খালিস্তানপন্থি বিচ্ছিন্নতাবাদী এই নেতা।
বিচ্ছিন্নতাবাদী নেতা অমৃতপাল সিং। ছবি: সংগৃহীত
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্বাধীন ভূখণ্ডের দাবিকে পুনরুজ্জীবিত করা শিখ নেতা অমৃতপাল সিংকে ধরতে গত ১৮ মার্চ থেকে ভারতের পাঞ্জাবজুড়ে ব্যাপক আকারে অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। হত্যাচেষ্টা, আইন প্রয়োগকারী বাহিনীকে বাধা দেয়া, সমাজের 'সম্প্রীতি বিনষ্টের অভিযোগে ৩০ বছর বয়সী এই নেতাকে ধরতে চলছে চিরুনি অভিযান।
কিন্তু ১৩ দিন পেরিয়ে যাওয়ার পরেও তাকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। একের পর এক ছদ্মবেশ ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে রয়েছেন তিনি। উল্টে আত্মগোপনে থেকে পুলিশকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন। খালিস্তানপন্থি আন্দোলনের সঙ্গে জড়িত বহু নেতাকর্মীকে আটক করা হলেও এখনও অধরায় অমৃতপাল।
No comments: