বান্দরবানে দুই ট্রাকের সংঘর্ষে নারীসহ ছয়জন নিহত
বান্দরবানের রুমা-বগালেক সড়কের কমলাবাজার খাড়া পাহাড়ি এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে ছয়জনের। এর মধ্যে পাঁচজন নারী। আহত হয়েছেন অন্তত ১৪ জন। আজ সোমবার দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে থাকা উদ্ধারকারী এলাকাবাসী বলেছেন, পাহাড়ি নারী-পুরুষ নিয়ে একটি ট্রাক বগালেক থেকে রুমার উপজেলা সদরের দিকে যাচ্ছিল। রুমা থেকে আরেকটি ট্রাক বগালেকের দিকে যাচ্ছিল। দুটি ট্রাক কমলাবাজার ও বগালেকের মাঝামাঝি এসে পৌঁছালে সংঘর্ষের ঘটনা ঘটে। একটি ট্রাক আরেকটি ট্রাকের ওপর উঠে যায়। রুমাগামী ট্রাকটিতে যাত্রী ছিলেন আনুমানিক ২০ জন।
Tag: English News lid news politics
No comments: