জাপান সাগরে সুপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল রাশিয়া
জাপান সাগরে অ্যান্টিশিপ সুপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে রাশিয়া। মঙ্গলবার (২৮ মার্চ) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সুপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা দুটো সুপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ক্ষেপণাস্ত্র দুটি নিক্ষেপণস্থল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত ডামি লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, মসকিট নামের সুপারসনিক ক্ষেপণাস্ত্রটি বিভিন্ন ধরনের প্রচলিত ওয়ারহেডসহ পারমাণবিক ওয়ারহেড বহনেও সক্ষম।
যোগাযোগমাধ্যম টেলিগ্রামে নিজ অ্যাকাউন্টে শেয়ার করা পোস্টে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘জাপান সাগরে অবস্থিত প্রশান্ত মহাসাগরীয় ফ্লিটের ক্ষেপণাস্ত্রবাহী জাহাজগুলো থেকে একটি ডামি লক্ষ্যবস্তুতে মসকিট ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্র দুটি নিক্ষেপণস্থল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত ডামি লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানে।’
আরও পড়ুন: পশ্চিমাদের ভয় দেখাল রাশিয়া, বেলারুশে পারমাণবিক অস্ত্র
রাশিয়ার পরীক্ষিত ক্ষেপণাস্ত্রগুলো পি-২৭০ মসকিট নামে পরিচিত। যেগুলোকে ন্যাটো ডাকে এসএস-এন-২২ সানবার্ন নামে। এই ক্ষেপণাস্ত্রগুলো সোভিয়েত আমলে তৈরি করা হয়। মাঝারি পাল্লার এই সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো ১২০ কিলোমিটার দূরে অবস্থিত একটি জাহাজকে ধ্বংস করতে সক্ষম।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, মঙ্গলবারের মহড়াটি জাপান সাগরের পিটার দ্য গ্রেট উপসাগরে অনুষ্ঠিত হয়েছিল। তবে এ বিষয়ে মন্ত্রণালয় আর সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি। জাপান সরকারও এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেনি।
এর প্রায় সপ্তাহ খানেক আগে পরমাণু অস্ত্র বহনে সক্ষম দুটি রাশিয়ান কৌশলগত বোমারুবিমান সাত ঘণ্টারও বেশি সময় ধরে জাপান সাগরের ওপর মহড়া দেয়। তার ঠিক এক সপ্তাহ পর রাশিয়ান নৌবাহিনী ক্ষেপণাস্ত্র নিক্ষেপের এই মহড়া চালাল।
Tag: English News lid news world
No comments: