তিন মাস পর দেশে ফিরলেন বলসোনারো
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো অবশেষে দেশে ফিরেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ মার্চ) ভোরে ফ্লোরিডা থেকে একটি বাণিজ্যিক ফ্লাইটে ব্রাজিলের রাজধানীতে নামেন দেশটির সাবেক ডানপন্থি এ নেতা। খবর রয়টার্সের।
গত বছরের ৩০ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থান করছিলেন বলসোনারো। গত নির্বাচনে লুলা ডি সিলভার কাছে বলসোনারোর হেরে যাওয়াকে মেনে নিতে পারেনি সমর্থকরা। মূলত এ ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয়েছিল দাঙ্গা।
আরও পড়ুন: নির্বাসিত জীবন: কেএফসিতে খেয়ে দিন কাটছে বলসোনারোর
গত ৮ জানুয়ারি বলসোনারোর সমর্থকেরা দেশটির সুপ্রিম কোর্ট, কংগ্রেস ও পার্লামেন্ট ভবনে ব্যাপক তাণ্ডব চালায়। এই ঘটনায় দেড় হাজারেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়।
ব্রাজিলের উদ্দেশ্য ফ্লাইটে ওঠার আগে ফ্লোরিডার বিমানবন্দরে বলসোনারো বলেছেন, তিনি লুলার বিরোধীদলকে নেতৃত্ব দেবেন না।
তবে সিএনএনকে দেয়া একটি সাক্ষাৎকারে বলসোনারো বলেছিলেন, তিনি ‘অভিজ্ঞ ব্যক্তি’ হিসেবে তার লিবারেল পার্টিকে সাহায্য করবেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ট্যুরিস্ট ভিসার আবেদন করলেন বোলসোনারো
এদিকে সাবেক এই প্রেসিডেন্টের দেশে ফেরাকে একটি উচ্চপর্যায়ের বাজি হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। দেশে ফিরলেও তাকে বেশ কিছু মামলা মোকাবিলা করতে হবে। বিশেষ করে গত ৮ জানুয়ারি লুলাকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে তার সমর্থকদের ঘটানো সসিংতায় তার বিরুদ্ধে উসকানি দেয়ার অভিযোগ রয়েছে।
Tag: English News others world
No comments: