রাজধানীতে শেলটেক ভবনের আগুন নিয়ন্ত্রণে: উদ্ধার ৬
রাজধানীর কাঁটাবন সিগন্যাল সংলগ্ন শেলটেক সিয়েরা কম্পিউটার সিটি মার্কটের ৯ তলা ভবনের ৫ম তলার আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ রাত সোয়া ১০টায় ফায়ার সার্ভিস সদরদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসাইন আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান।
তিনি বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট অগ্নিনির্বাপণে কাজ করে রাত ৯টা ২৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। তবে, এ ঘটনায় ওই ভবন থেকে ৬ জন বাসিন্দাকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আগুন নিভাতে গিয়ে ফায়ার সার্ভিসের একজন ফায়ার ফাইটার আহত হয়েছেন।
এরশাদ হোসাইন আরো জানান, সোমবার রাত সাড়ে ৭টার দিকে শাহবাগের কাঁটাবন সংলগ্ন শেলটেক সিয়েরা কম্পিউটার সিটি নয় তলা মার্কেটের ৫ম তলায় বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দু' টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভানোর কাজ শুরু করে। পরে পলাশী ও হেডকোয়ার্টার থেকে আরো ইউনিটসহ মোট ১০ ইউনিট অগ্নিনির্বাপণে কাজ করে আগুণ নিয়ন্ত্রণে আনেন।
Tag: English News lid news national
No comments: