ইউক্রেন থেকে শস্য রফতানির মেয়াদ বাড়ল
কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের বন্দরগুলো থেকে নিরাপদে শস্য রফতানির জন্য রাশিয়ার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। শনিবার(১৮ মার্চ) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, ৬০ দিনের জন্যে চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।
শনিবার ইউক্রেন এবং তুরস্কের কর্তৃপক্ষ জানায়, চুক্তির মেয়াদ ১২০ দিন বাড়ানোর জন্যে তারা কাজ করেছেন। তবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র দেশটির বার্তা সংস্থা তাসকে বলেছেন, মস্কো চুক্তিটি ৬০ দিন বাড়ানোর জন্য সম্মত হয়েছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছেন, ‘দুই পক্ষের সঙ্গে আলোচনা করে আমরা চুক্তির মেয়াদ বাড়িয়েছি।’
বৈশ্বিক খাদ্য সংকট মোকাবিলায় বছরের জুলাইয়ে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় এই চুক্তি হয়। পরে নভেম্বরে ১২০ দিনের জন্য মেয়াদ বাড়ানো হয়েছিল। শনিবার (১৮ মার্চ) সেই সময় শেষ হয়।
চুক্তির মাধ্যমে বিশ্বের অন্যতম প্রধান শস্য সরবরাহকারী দেশ ইউক্রেনকে একটি নিরাপদ সামুদ্রিক করিডোরের মাধ্যমে কৃষ্ণ সাগরের তিনটি বন্দর থেকে শস্য, খাদ্যসামগ্রী এবং সার পাঠানোর অনুমতি দেয়া হয় ।
এদিকে মেয়াদ শেষ হওয়ার তারিখ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে, রাশিয়া স্পষ্ট করে দিয়েছিল যে তারা শুধুমাত্র ১৮ মে পর্যন্ত চুক্তিটি বাড়ানোর জন্য প্রস্তুত।
আরও পড়ুন: এবার ইউক্রেনকে যুদ্ধবিমান দেয়ার ঘোষণা স্লোভাকিয়ার
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, বিশ্বব্যাপী খাদ্যের দাম কমিয়ে আনতে এবং বাজারকে স্থিতিশীল করতে সহায়তা করেছে এই চুক্তি। এই চুক্তির মাধ্যমে ৪৫টি দেশে পঁচিশ মিলিয়ন মেট্রিক টন শস্য ও খাদ্যসামগ্রী রফতানি করা হয়েছে।
Tag: English News others world
No comments: