মামলার ভিত্তিতেই শামসুজ্জামানকে গ্রেপ্তার করা হয়’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জিজ্ঞাসাবাদের জন্য শামসুজ্জামানকে সিআইডি নিয়েছে। জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়। পরে বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে মামলা হয়েছে, সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের বারান্দায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের বিরুদ্ধে আরও মামলা হচ্ছে বলে আমরা শুনেছি। আমরা এখন পর্যন্ত দু-তিনটির খবর জানি। সেই মামলার ভিত্তিতে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।
২০ ঘণ্টা পর্যন্ত একজন নাগরিকের কোনো তথ্য পাওয়া যায়নি, বিষয়টি নাগরিকদের মনে ভয়ের সঞ্চার করে কি না, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গতকাল আমি বিষয়টি স্পষ্ট করেছি, একটা সংবাদের ভিত্তিতে দুই একটা মামলা হচ্ছে বলে আমি শুনেছি। কিন্তু মামলাগুলো কোথায় কখন হয়েছে সে তথ্য আমার কাছে ছিল না, এটাই বলেছি আমি।
তিনি বলেন, প্রাথমিকভাবে যে তথ্যগুলো মিডিয়ায় এসেছে, সেগুলো জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি তাকে নিয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়েও দিয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি মামলা হয়েছে, সে মামলার ভিত্তিতে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা ভয়ে থাকবেন কেন? আপনারা তো মিথ্যা তথ্য নেননি, অসত্যকে সত্য করার জন্য উদ্দেশ্যপ্রণোদিত হয়ে সংবাদ প্রকাশ করেননি। আপনি তাহলে ভয়ে থাকবেন কেন?
Tag: English News politics
No comments: