বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েনে পুতিনের ঘোষণা বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন: ইইউ
বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েনের বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণাকে বিপজ্জনক এবং দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ন্যাটো। রোববার (২৬ মার্চ) ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেফ বোরেল এক টুইটে এ আখ্যা দেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সংগৃহীত
শনিবার (২৫ মার্চ) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দেন, প্রতিবেশী মিত্রদেশ বেলারুশে কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েন করবে রাশিয়া। ১৯৯০ সালের পর এই প্রথম রাশিয়ার পক্ষ থেকে দেশের বাইরে কোনো কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা এলো।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত একটি টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত ভাষণে প্রেসিডেন্ট পুতিন বলেন, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে তার দেশে কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েনের বিষয়ে আলোচনা হয়েছে। পুতিন বলেছেন, ‘আমাদের এ উদ্যোগ নতুন কিছু নয়। কারণ, যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরেই এমনটা করে আসছে। তারা দীর্ঘ সময় ধরেই তাদের মিত্রদেশগুলোতে কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েন করে রেখেছে।’
আরও পড়ুন: বেলারুশে কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েন করবে রাশিয়া
পুতিন আরও বলেন, ‘তাই আমরাও এমনটা করতে সম্মত হয়েছি। তবে আমরা আন্তর্জাতিক বিধিনিষেধ ভাঙব না। আমি আবারও জোর দিয়ে বলছি, আমরা পরমাণু অস্ত্র বিস্তারবিরোধী চুক্তির শর্ত ভঙ্গ করে এমন কোনো উপায়ে এ কাজটি করব না।’ তবে ন্যাটো সদস্য পোল্যান্ড, লিথুয়ানিয়া ও লাটভিয়ার সঙ্গে সীমান্ত থাকা বেলারুশে কোন ধরনের কৌশলগত অস্ত্র এবং কবে, কোথায় মোতায়েন করা হবে, সে বিষয়ে কোনো তথ্য দেননি পুতিন।
রাশিয়ার এমন ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ন্যাটো। জোটটির মুখপাত্র ওয়ানা লাঞ্জেস্কু বলেছেন, ‘ন্যাটো সতর্ক অবস্থানে রয়েছে এবং আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমরা রাশিয়ার পারমাণবিক সজ্জায় এমন কোনো পরিবর্তন দেখিনি, যা আমাদের নিজেদের অবস্থান পরিবর্তনে বাধ্য করবে।’
এদিকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, ‘বেলারুশে রাশিয়ার পরমাণু অস্ত্র মোতায়েনের মানে হলো দায়িত্বজ্ঞানহীন আচরণ এবং ইউরোপীয় নিরাপত্তার ওপর সরাসরি হুমকি। তবে বেলারুশ চাইলে এখনও বিষয়টি রুখতে পারে। সেটা তাদের ইচ্ছা।’
আরও পড়ুন: রাশিয়ার বিরুদ্ধে আক্রমণে প্রস্তুত নয় ইউক্রেনের সেনারা: জেলেনস্কি
অপরদিকে রাশিয়া বেলারুশে কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েন করলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানিয়েছেন বোরেল। তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন আরও নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রস্তুত।’
Tag: English News Featured others world
No comments: