মুসলিম শিক্ষকদের হিজাব পরার অনুমতি দিল জার্মানি
জার্মানির বার্লিনে মুসলিম শিক্ষকরা এখন থেকে হিজাব পরার অনুমতি পাবেন। বুধবার (২৯ মার্চ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে আনাদোলু নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
একজন শিক্ষকের ফাইল ছবি (টুইটার থেকে নেয়া)।
প্রতিবেদনে বলা হয়েছে, বার্লিনের শিক্ষা বিভাগ রাজ্যের স্কুলের পরিচালকদের কাছে পাঠানো একটি অফিসিয়াল চিঠিতে বলেছে, সাধারণভাবে শিক্ষকদের হিজাব ও ধর্মীয় প্রতীক পরার অনুমতি দেয়া হবে। তবে এটি শুধুমাত্র ব্যক্তিগত ক্ষেত্রেই সীমাবদ্ধ করা যেতে পারে, যদি তা স্কুলের শান্তির জন্য বিপদ সৃষ্টি করে।
বার্লিনের নিরপেক্ষতা আইন বেসামরিক কর্মচারীদের ধর্মীয় পোশাক এবং প্রতীক পরতে বাধা দেয়। এই আইনের অধীনেই ২০০৫ সাল থেকে বার্লিনের শিক্ষকদের হিজাব পরা নিষিদ্ধ করা হয়েছিল।
আরও পড়ুন: হিজাব পরা নারীদের চুলের যত্ন
তবে সাম্প্রতিক বছরগুলোতে আদালতের বেশ কয়েকটি রায়ে উল্লেখ করা হয়েছে, হিজাবের ওপর নিষেধাজ্ঞা বৈষম্য সৃষ্টি করে এবং সংবিধানে নিশ্চিত করা ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন করে।
সিনেটের শিক্ষা সংক্রান্ত বিভাগ ইয়ুথ অ্যান্ড ফ্যামিলি স্কুলের পরিচালকদের বলেছে, তাদের সাম্প্রতিক আদালতের রায় মেনে চলতে হবে।
Tag: English News Featured others world
No comments: