Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » পরবর্তী জাতীয় নির্বাচনেও জিতবে না বিজেপিবিরোধীরা: পিকে




পরবর্তী জাতীয় নির্বাচনেও বিজেপিবিরোধীদের ঐক্য সম্ভব নয় এবং এ কারণেই বিজেপিবিরোধীরা নির্বাচনে জিতবে না। সোমবার (২০ মার্চ) এমনটাই মন্তব্য করেছেন ভারতের ইলেকশন ইঞ্জিনিয়ার খ্যাত প্রশান্ত কিশোর ওরফে পিকে। প্রশান্ত কিশোর। ছবি: হিন্দুস্তান টাইমস প্রশান্ত কিশোর ভবিষ্যদ্বাণী করে বলেছেন, ২০২৪ সালের নির্বাচনে বিজেপির বিরুদ্ধে কোনো জোট কার্যকর হবে না। কারণ, মতাদর্শিক দূরত্বের কারণে এ জোট হবে খুবই অস্থির প্রকৃতির। আরেকটি বড় কারণ হলো, দলগুলোর শীর্ষ নেতাদের কোনোভাবেই একই ছাতার নিচে আনা যাবে না। এনডিটিভিকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে পিকে বলেন, ‘আপনি যদি বিজেপিকে চ্যালেঞ্জ করতে চান তবে আপনাকে দলটির মূল চালিকাশক্তি হিন্দুত্ববাদ, জাতীয়তাবাদ এবং কল্যাণ ভাবনাকে বুঝতে হবে। এগুলো দলটির তিন স্তরের মূল ভিত্তি। তাই আপনি যদি কেবল এ তিনটির অন্তত দুটিকে ছাড়িয়ে যেতে পারেন তবেই কেবল বিজেপিকে চ্যালেঞ্জ করতে পারবেন।’ আরও পড়ুন: কংগ্রেসকে বাদ দিয়ে বিজেপিবিরোধী জোট গড়ছেন মমতা-অখিলেশ পিকে আরও বলেন, ‘বিজেপির হিন্দুত্ববাদী মতাদর্শকে মোকাবিলা করতে হলে বিরোধীদেরও মতাদর্শিক জোট বাঁধতে হবে। বিশেষ করে গান্ধীবাদী, আম্বেদকরবাদী, সমাজবাদী এবং কমিউনিস্ট সবাইকে একই ছাতার নিচে আসতে হবে। মতাদর্শ খুবই গুরুত্বপূর্ণ তবে আপনি কোনো মতাদর্শের ওপর অন্ধভাবে বিশ্বাস রাখতে পারেন না।’ প্রশান্ত কিশোর বলেন, ‘আপনারা গণমাধ্যমের লোকজন কেবল দলীয় নেতাদের একসঙ্গে বসা দেখে মনে করেন, বোধহয় জোট গঠন হয়ে গেল। ভাবেন, কে কার সঙ্গে দুপুরের খাবার খেল, কে কার সঙ্গে চায়ের দাওয়াতে গেল…কিন্তু আমি এটিকে বিবেচনা মতাদর্শের জায়গা থেকে। যতক্ষণ পর্যন্ত কোনো মতাদর্শিক ঐক্য না ঘটবে ততক্ষণ পর্যন্ত বিজেপিকে হারানোর কোনো উপায় নেই।’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply