রমজানে ঢাকায় কম দামে মাংস-ডিম বিক্রি করবে প্রাণিসম্পদ মন্ত্রণালয়
ডিমের ছবি রয়টার্সের
রমজান মাসে ঢাকায় কম দামে মাংস, ডিম ও দুধ বিক্রি করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। ২৩ মার্চ থেকে শুরু হবে এসব পণ্য বিক্রি, চলবে রমজানের ২৮ তারিখ পর্যন্ত। যদিও এখনও নির্ধারণ হয়নি এসবের দাম, তবে সস্তায় বিক্রি করা হবে জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসেন জানান, পবিত্র রমজান মাসে জনসাধারণের চাহিদা মেটাতে ঢাকার ২০টি পয়েন্টে মাংস, ডিম ও দুধ বিক্রি করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম আগামী বৃহস্পতিবার (২৩ মার্চ) ঢাকায় এক অনুষ্ঠানে গরুর মাংস, খাসির মাংস, চামড়াসহ ব্রয়লার মুরগি, দুধ ও ডিম বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
কর্মকর্তা আরও বলেন, ‘বিক্রয় পরিচালনা করবে প্রাণিসম্পদ অধিদপ্তর। তবে, এসব পণ্যের দাম এখনও নির্ধারণ হয়নি।’
ইফতেখার হোসেন বলেন, ‘রমজানে পরিবারের প্রোটিন গ্রহণের সুবিধার্থে এসব নিত্যপ্রয়োজনীয় পণ্য সস্তায় বিক্রি করা হবে।
Tag: English News lid news national
No comments: