মালদ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ ১০ জনের মৃত্যু
মালদ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন বাংলাদেশি এবং ৯ জন ভারতীয় বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোরে মালদ্বীপের রাজধানী শহর মালেতে একটি গ্যারেজে ভয়াবহ আগুন লেগে প্রাণহানির এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে এ তথ্য জানা গেছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, মালে শহরের যে ভবনে আগুন লেগেছে সেটি মূলত মালদ্বীপে অবস্থানরত বিদেশি শ্রমিকদের বাসস্থান। অগ্নিকাণ্ডে ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়েছে। ভবনটির ওপরের একটি ফ্লোর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া দগ্ধ হয়েছেন অনেকে।
আরও পড়ুন: চুল কাটতে গিয়ে মাথায় আগুন ধরে গেল যুবকের (ভিডিও)
ওই ভবনটির নিচতলায় থাকা একটি গাড়ি মেরামতের গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বলেন, আগুন নেভাতে প্রায় চার ঘণ্টা সময় লেগেছে। আমরা ১০টি মরদেহ খুঁজে পেয়েছি।
মারা যাওয়া ১০ জনের মধ্যে ৯ জন ভারতীয় এবং একজন বাংলাদেশের নাগরিক বলে নিশ্চিত করেছেন স্থানীয় এক নিরাপত্তা কর্মকর্তা।
সংশ্লিষ্টরা জানান, মালে শহরের আড়াই লাখের বেশি জনসংখ্যার প্রায় অর্ধেকই বিদেশি কর্মী। যাদের বেশিরভাগই বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কার বাসিন্দা।
No comments: