শিরোনাম

Sponsor



Slider

  1. 1
  2. 2
  3. 3
  4. 4

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » খারাপ খবর! রোহিতের পর নেটে ব্যাট করতে গিয়ে চোট পেলেন বিরাট, সেমিতে খেলবেন?




ইংল্যান্ডের (England) বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup 2022) সেমি ফাইনালে নামার আগে জোড়া ধাক্কায় জর্জরিত টিম ইন্ডিয়া (Team India)। মঙ্গলবার অনুশীলনের সময় চোট পেয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। এবার ম্যাচের আগের দিন নেটে ব্যাট করার সময় হর্ষল প্যাটেলের (Harshal Patel) বলে চোট পেলেন বিরাট কোহলি (Virat Kohli)। তবে স্বাস্তির খবর হল, তাঁর চোট গুরুতর নয়। ফলে জস বাটলারদের (Jos Buttler) বিরুদ্ধে তাঁর খেলা যে অনিশ্চিত সেটা এখনই বলা যাচ্ছে না। এদিন নেটে হর্ষলের বিরুদ্ধে ব্যাট করছিলেন বিরাট। হঠাৎই একটি ডেলিভারি আচমকা লাফিয়ে তাঁর কুঁচকিতে এসে লাগে। সেই সময় পাশের নেটে ব্যাট করছিলেন ঋষভ পন্থ। বিরাট সাময়িক ভাবে যন্ত্রণায় কাতরাতে থাকেন। নেটের ধারে ব্যাটের উপর ভর দিয়ে কিছু ক্ষণ দাঁড়িয়ে থাকেন। তার পরেই হাত নাড়িয়ে ইঙ্গিতে বুঝিয়ে দেন, তাঁর কিছু হয়নি। এবং চোট লাগলেও ফের নেটে স্টান্স নিয়ে ব্যাটিং সাধনায় মজে যান। পরে থ্রো ডাউন বিশেষজ্ঞ রঘু এবং নুয়ান সেনাবীরত্নের সামনে খেলতে থাকেন 'কিং কোহলি'। মঙ্গলবার রোহিতকে থ্রো ডাউন দিচ্ছিলেন এই রঘুই। সেই অনুশীলনের সময় রোহিতের হাতে বল লাগে। পুল মারতে গিয়ে ফস্কেছিলেন তিনি। বল এসে লাগে তাঁর ডান হাতের কব্জিতে। রোহিতেরও বেশ বড় চোট বলেই মনে করা হয়েছিল। অনুশীলন ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন তিনি। এদিন সাংবাদিক সম্মেলনে তাঁকে চোটের সম্পর্কে প্রশ্ন করা হলে রোহিত বলেন, 'গতকাল চোট পেলেও আগের থেকে অনেকটা ভালো আছি।' রোহিতের ডান হাতে বরফ বেঁধে দেওয়া হয়। তাঁর মুখ দেখে মনে হচ্ছিল বেশ যন্ত্রণা করছে। অনুশীলনের জায়গায় পাশে একটি আইস বক্সের উপর বসেছিলেন তিনি। রোহিতের সঙ্গে বেশ কিছু ক্ষণ কথা বলেন দলের মানসিক শক্তি বৃদ্ধির কোচ প্যাডি আপটন। বেশ কিছু ক্ষণ বিশ্রাম নেওয়ার পর রোহিত আবার ব্যাটিং করতে আসেন। কিন্তু তখন তাঁকে শুধু রক্ষণাত্মক শট খেলতেই দেখা যায়। আরও পড়ুন: Virat Kohli, IND vs ENG: কাপ যুদ্ধের সেমি ফাইনালের আগে 'পয়া' অ্যাডিলেডে রুদ্র মেজাজে 'কিং কোহলি' আরও পড়ুন: Rohit Sharma, ICC T20 World Cup: রোহিতের ভারতের বিরুদ্ধে 'মাইন্ড গেম' শুরু করে দিলেন 'জস দ্য বস' বাটলার! এমনিতেই কাপ যুদ্ধে ফর্মের তুঙ্গে রয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক। বিপক্ষের বোলিংকে উড়িয়ে দেওয়ার পর ফের একবার সেই 'পয়া' অ্যাডিলেডের বাইশ গজে নামবেন 'কিং কোহলি'। এবার ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড। মহম্মদ আজহারউদ্দিন, ভিভিএস লক্ষ্মণের কাছে যেমন ইডেন গার্ডেন্স। অনিল কুম্বলের কাছে যেমন পুরনো আমলের ফিরোজ শাহ কোটলা। বিরাটের কাছে এই মাঠের বাইশ গজও তাই। ২০১২ সাল থেকে তরুণ বিরাটকে 'ব্যাটার বিরাট-'এর পরিচয় দিয়েছিল এই অ্যাডিলেড ওভাল। সব ফরম্যাটেই তিনি এই মাঠে সফল। চলতি প্রতিযোগিতায় সেটা ফের বুঝিয়ে দিলেন এই মহা তারকা। এখনও পর্যন্ত এই বিশ্বকাপটা তাঁর কাছে মনে রাখার মতো। ৫ ম্যাচে ২৪৬ রান করে এই মুহূর্তে প্রতিযোগিতার শীর্ষে রয়েছেন বিরাট। সঙ্গে রয়েছে তিনটি অর্ধ শতরান। গড় ১২৩.০০। স্ট্রাইক রেট ১৩৮.৯৮। সর্বোচ্চ পাকিস্তানের বিরুদ্ধে ৫৩ বলে অপরাজিত ৮২ রান। এত গেল এবারের পরিসংখ্যান। 'পয়া' অ্যাডিলেডে তাঁর কীর্তি চোখ কপালে তুলে দেবে। ২০১২ সালে প্রথমবার অস্ট্রেলিয়া সফরে এই মাঠে করেছিলেন ১১৬ রান। এরপর এল ২০১৪ সাল। মহেন্দ্র সিং ধোনি নির্বাসিত থাকার জন্য দলকে নেতৃত্ব দিয়েছিলেন বিরাট। দুই ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছিল ১১৫ ও ১৪১ রান।






«
Next
সাফজয়ীদের ৫ লাখ টাকা করে উপহার দিলেন প্রধানমন্ত্রী
»
Previous
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সিনেটে হাড্ডাহাড্ডি লড়াই, হাউসে এগিয়ে রিপাবলিকানরা
Pages 22123456 »

No comments:

Leave a Reply