বিশ্বকাপে খেলা হচ্ছে আর্জেন্টাইন এই মিডফিল্ডার লো সেলসোর
বিশ্বকাপে খেলা হচ্ছে লো সেলসোর
লো সেলসোর বিশ্বকাপ স্বপ্ন শেষছবি:এএফপি
শঙ্কা ছিল। ছিল ক্ষীণ সম্ভাবনাও। কিন্তু কাল জিওভানি লো সেলসোর ক্লাব ভিয়ারিয়াল জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডারের চোট সারাতে অস্ত্রোপচার করাতে হবে। পুরোপুরি সেরে উঠতে তাঁর সময় লাগবে এক মাসের মতো।
অর্থাৎ কাতার বিশ্বকাপে লো সেলসোর খেলার যে ক্ষীণ সম্ভাবনা ছিল, সেটুকুও মিলিয়ে গেল। আর্জেন্টাইন সংবাদমাধ্যম জানিয়েছে, মেসিদের সঙ্গে কাতারে যাওয়া হচ্ছে না টটেনহাম থেকে ধারে ভিয়ারিয়ালে যোগ দেওয়া লো সেলসোর।
চোট পাওয়ার পরও অস্ত্রোপচার না করিয়ে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে খেলতে চেয়েছিলেন এই মিডফিল্ডার। যে কারণে ক্লাবে দুই মাসের বেতন ছাড়তেও রাজি ছিলেন লো সেলসো। শেষমেশ সেটি আর হয়নি।
লা লিগায় গত রোববার অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে দলের ১-০ গোলে হারের ম্যাচে ৩০তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন লো সেলসো। চোটের পর শঙ্কা ছিল বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচে তাঁর খেলা নিয়ে। এদিকে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানিয়েছিলেন, দলে তাঁদেরই রাখা হবে, যাঁরা প্রথম ম্যাচ থেকে খেলতে পারবেন।
স্কালোনির আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ সদস্য লো সেলসো
স্কালোনির আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ সদস্য লো সেলসোছবি: এএফপি
২০১৮ বিশ্বকাপ আর্জেন্টিনা দলে থাকলেও লো সেলসোর ম্যাচ খেলা হয়নি। এবার স্বপ্ন দেখেছিলেন। কারণ, লিওনেল স্কালোনির আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি। ২০২১ সালে কোপা আমেরিকায় শিরোপা ঘরে তোলার মিশনে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা।
স্কালোনি কয়েক দিন আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘লো সেলসোর কোনো বিকল্প নেই।’ তবে এবার বাধ্য হয়েই বিকল্প খুঁজতে হবে স্কালোনিকে। বদলি হিসেবে দেখা যেতে পারে এনজো ফার্নান্দেজকে।
Tag: English News games others world
No comments: