বিশ্বকাপের দল ঘোষণা করলো ইংল্যান্
ড
অনেক প্রশ্ন থাকলেও জেমস মেডিসন, কলাম উইলসন আর মার্কোস রাশফোর্ডকে দলে রেখেই কাতার বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড দিলেন ব্রিটিশ কোচ গ্যারেথ সাউথগেট। গেলো ৩ বছর মেডিসন আর উইলসন থ্রি লায়ন্সের জার্সিতে মাঠে নামার সুযোগ পাননি। তবে এবারের লিগের পারফরমেন্সই স্কোয়াডে জায়গা পাইয়ে দিয়েছে তাদের।
গোলরক্ষক হিসেবে সাউথগেট রেখেছেন এভারটনের জর্ডান পিকফোর্ড, নিউক্যাসেলের নিক পোপ আর আর্সেনালের অ্যারন রামসডেলকে।
রক্ষণে ম্যানচেস্টার ইউনাইটেডের হ্যারি ম্যাগুয়ের আর লুক শ জায়গা পেয়েছেন স্কোয়াডে। ম্যানচেস্টার সিটির জন স্টোনস আর কাইল ওয়াকারের পাশাপাশি আছেন লিভারপুলের অ্যালেক্সান্ডার আর্নল্ড, টটেনহ্যামের এরিক দিয়ের, এভারটনের কনর কোডি, আর্সেনালের বেন হোয়াট আর নিউক্যাসেলের কাইরন ট্রিপিয়ের।
মাঝে মাঠে বরুশিয়া ডর্টমুন্ডের জুডি বেলিংহ্যামের সাথে আছেন চেলসির মাসন মাউন্ট, কনর গালাঘের, ওয়েস্ট হ্যামের ডিক্লান রাইস, লিভারপুলের জর্ডান হেন্ডারসন, আর ম্যানচেস্টার সিটির কালভিন ফিলিপ্স।
আক্রমণভাগে মেডিসন, উইলশন আর রাশফোর্ডের পাশাপাশি আছেন ম্যানচেস্টার সিটির ফিল ফোডেন আর জ্যাক গ্রিলিশ, টটেনহ্যামের হ্যারি কেইন, আর্সেনালের বুকাও সাকা আর চেলসির রাহিম স্টার্লিং।
Tag: English News games world
No comments: