Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » বিশ্বকাপ জয়, সতীর্থদের উজ্জীবিত করে কী লিখলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?




২০০৬ সালে প্রথম বিশ্বকাপ খেলেছিলেন। আগের চারবার তিনি খালি হাতে ফিরেছেন। তবে এবার বিশ্বকাপ (FIFA Qatar World Cup 2022) জিততে মরিয়া ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। বয়স ৩৭ হয়ে গেল। প্রবল প্রতিপক্ষ লিওনেল মেসির (Lionel Messi) মতো তাঁরও যে এবার শেষ বিশ্বকাপ। এমন একটা কাতার বিশ্বকাপেই (FIFA Qatar World Cup 2022) বাজিমাত করতে মরিয়া পর্তুগালের (Portugal) হার্টথ্রব 'সিআর সেভেন'। ২০১৮ বিশ্বকাপে রাউন্ড অব সিক্সটিনে উরুগুয়ের বিরুদ্ধে হেরে বিদায় নিয়েছিল পর্তুগাল। সেই ধাক্কা কাটিয়ে এবার যথেষ্ট শক্তিশালী দল গড়েছেন দলের হেড কোচ ফার্নান্দো স্যান্টোস (Fernando Santos)। রোনাল্ডোর পাশাপাশি এবার তালিকায় রয়েছেন বার্নান্ডো সিলভা, ব্রুনো ফার্নান্দেজদের, জ্যাও ফেলিক্সদের। এবং রয়েছেন বহু যুদ্ধের নায়ক অভিজ্ঞ ডিফেন্ডার পেপে। গোলকিপার দিয়োগো কোস্তাকে দলে নেওয়া হয়েছে। এমনকি ১৯ বছরের সেন্টার ব্যাক আন্তোনিও সিলভা ও ২১ বছরের তরুণ স্ট্রাইকার গোনক্যালো র‍্যামোজকেও সুযোগ দিয়েছেন ফার্নান্দো স্যান্টোস।

২৬ জনের দল ঘোষণা হওয়ার পর রোনাল্ডো টুইটারে লিখেছেন, 'মিস্টার ফার্নান্দো স্যান্টোস সেরা ২৬ জন ফুটবলারকে বেছে নিয়েছেন। এবার আমাদের মাঠে পারফর্ম করতে হবে। সবাই একজোট হয়ে পর্তুগালের জয়ের জন্য লড়াই করব। সেই সময় এসে গিয়েছে।' ২৬ জন দল থেকে বাদ গিয়েছেন জোসে ফোন্তে, গোনক্যালো গাইডেস, ডিওগো জোটা, রেনেতো সানচেজ এবং জ্যাও মাতিনহো। দল নির্বাচন নিয়ে ফার্নান্দো স্যান্টোস বলেন, 'আমি নিজে এই ফুটবলারদের বেছে নিয়েছি। আমাকে বলা হয়েছিল ২৬ জনকে বাছতে। আমার এই ২৬ জনকেই কাতারের মাঠে প্রয়োজন বলে মনে হয়েছে।' এবার ঘানা, উরুগুয়ে এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে গ্রুপ এইচে রয়েছে পর্তুগাল। ২৪ নভেম্বর ঘানার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply