আলহামদুলিল্লাহ, আমরা সবসময় আল্লাহর সন্তুষ্টিতে সন্তুষ্ট: রিজওয়ান
ইংল্যান্ডের হাতে শিরোপা ওঠার মধ্যদিয়ে পর্দা নেমেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের। আগামী বিশ্বকাপ দুই বছর পর ২০২৪ সালে। যেটির স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। যেখানে অংশ নিবে ২০ দল।
রোববার (১৩ নভেম্বর) টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরে শিরোপা নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে শিরোপা হারিয়েছে পাকিস্তান। সেই সঙ্গে ইংল্যান্ড দ্বিতীয়বারের মতো ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের শিরোপা ঘরে তুলেছে। তাদের আগে কেবল ওয়েস্ট ইন্ডিজই দুইবার শিরোপা ঘরে তুলতে পেরেছিল। ইংল্যান্ড প্রথমবার শিরোপা জিতে ২০১০ সালে।
Google News Channel24 অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ম্যাচে ইংলিশ বোলারদের কাছে বেশ অসহায় ছিল পাকিস্তানের ব্যাটাররা। টপ অর্ডার ব্যর্থ হওয়ার পর মিডল অর্ডার কিছুটা চেষ্টা চালায়। কিন্তু জয়ের জন্য পর্যাপ্ত রান তুলতে ব্যর্থ হয়। তবে লো স্কোরিং টার্গেট নিয়েও ম্যাচ জমিয়ে তুলেছিল পাকিস্তানের বোলাররা। তবে শেষ পর্যন্ত স্টোকসের অপরাজিত হাফসেঞ্চুরিতে শিরোপা ঘরে তোলে ইংল্যান্ড।
আরও পড়ুন: সেরা প্রযুক্তি ব্যবহার করে বিশ্বমানের বিশ্বকাপ উপহার দিতে চায় কাতার
ইংল্যান্ডের কাছে শিরোপা হেরে যারপরনাই মন খারাপ বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের। এরমধ্যে মোহাম্মদ রিজওয়ান ম্যাচ শেষে নিজের টুইটারে একটি পোস্ট দিয়েছেন। যেখানে তিনি আল্লাহর সন্তুষ্টি জ্ঞাপন করেন। সেই সঙ্গে পাকিস্তানকে সমর্থনের জন্য দর্শকদের প্রতি কৃতজ্ঞাও প্রকাশ করেন।
মোহাম্মদ রিজওয়ান নিজের টুইটার হ্যান্ডেলে লেখেন, আলহামদুলিল্লাহ, আমরা মাথা উঁচু করে ছিলাম। আমরা সবসময় আল্লাহর সন্তুষ্টিতে সন্তুষ্ট থাকি। আমরা জাগ্রত চোখে স্বপ্ন দেখব এবং শ্রেষ্ঠত্বের জন্য কঠোর পরিশ্রম করে যাব, ইনশাআল্লাহ। অকুণ্ঠ সমর্থনের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সব সৃষ্টিকর্তার ইচ্ছা।
উল্লেখ্য, ফাইনালে টস হেরে আগে ব্যাট করে পাকিস্তান ৮ উইকেটে ১৩৭ রান সংগ্রহ করে। জবাবে ইংল্যান্ড ৬ বল ও ৫ উইকেট হাতে রেখে ১৩৮ রান করে ম্যাচে জয় তুলে নেয়। সেই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের পর দ্বিতীয় দল হিসেবে দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে ইংলিশরা
Tag: English News games
No comments: