বাবরকে অধিনায়ক করতে বলেছিলেন ইমরান খান!
বাবরকে অধিনায়ক করতে বলেছিলেন ইমরান খান!
ছবি- সংগৃহীত
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে বিপর্যয়ের মুখে পড়া পাকিস্তান দল এখন ফাইনালে। আগামী রোববার (১৩ নভেম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাবর আজমদের প্রতিপক্ষ ইংল্যান্ড। এমসিজিতে সেই ১৯৯২ সালের ফাইনালের পুনরাবৃত্তি হতে যাচ্ছে ৩০ বছর পর এই আসরেও। তবে বিদায়ের মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে ফাইনালের টিকিট পাওয়ায় প্রশংসার বন্যায় ভাসছেন বাবর-রিজওয়ানরা।
প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তান দলের জয়ের জয়ে বাবরদের অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক টুইট করেছিলেন পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক ইমরান খান। এবার তিনি জানালেন, বাবর আজমকে অধিনায়ক করতে নাকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) তৎকালীন সভাপতিকে তিনিই বলেছিলেন।
বাবর পাকিস্তান দলের অধিনায়কের দায়িত্ব পান ২০১৯ সালের অক্টোবর মাসে। ওই সময় তখনকার অধিনায়ক সরফরাজ আহমেদকে সরিয়ে বাবরকে নিযুক্ত করা হয়েছিল। তখন পিসিবির সভাপতি এহসান মানিকে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা ইমরান বাবরকে অধিনায়ক করতে বলেছিলেন।
ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনই দাবি ইমরানের। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এই নেতা বলেছেন, আমি যখন প্রধানমন্ত্রী ছিলাম, আমাদের ক্রিকেট খারাপ সময়ের ভেতর দিয়ে যাচ্ছিল। সে সময় আমি তাকে শুধু দুইবার খেলতে দেখেছিলাম। এরপর তাৎক্ষণিকভাবে আমি বোর্ডপ্রধানকে বলি যে অবশ্যই তাকে অধিনায়ক করতে হবে।
বাবরকে কেন অধিনায়ক করতে বলেছিলেন, এর ব্যাখ্যায় ইমরান বলেছেন, ‘তাকে অধিনায়ক করা যৌক্তিক ছিল। কারণ, আপনি চাইবেন আপনার অধিনায়ক বিশ্বমানের হোক। যাতে সে সম্মানও আদায় করতে পারে।
এশিয়া কাপ থেকে ফর্মহীন সময় পার করছিলেন বাবর আজম। যা তার বিশ্বকাপ মিশনেও চলছিল। সুপার টুয়েলভের প্রথম চার ম্যাচে তিনি মাত্র ১৪ রান করেছিলেন। তবে দলের প্রয়োজনে ঠিক সময়ে জ্বলে উঠে বাবর প্রমাণ করেছেন, কেন তিনি বড় মঞ্চের খেলোয়াড়। বাংলাদেশের সাথে রানে ফেরার পর নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানকে ফাইনালে ওঠার ম্যাচে বাবর খেলেন ৪২ বলে ৫৩ রানের ইনিংস।
উদ্বোধনী জুটিতে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে তার গড়া ১০৫ রানের জুটিটিই গড়ে দেয় জয়ের ভিত। দারুণভাবে জ্বলে ওঠা বাবরের প্রশংসায় ইমরান বলেছেন, ‘সে একজন বিশ্বমানের খেলোয়াড়। বেশ ব্যতিক্রমও বটে। আর আমি এমন বৈচিত্র্যময় ও নিখুঁত টেকনিকসম্পন্ন খেলোয়াড় আর দেখিনি। স্ট্রোক প্লে এবং টেম্পারামেন্টও দারুণ।’
Tag: English News games lid news world
No comments: