আরমান নিহতের সঙ্গে সম্মেলনের কোনো সম্পর্ক নেই : সেতুমন্ত্রী
আরমান নিহতের সঙ্গে সম্মেলনের কোনো সম্পর্ক নেই : সেতুমন্ত্রী
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সুনামগঞ্জে আরমান নিহতের ঘটনা সম্মেলনের সঙ্গে কোনো সম্পর্ক নেই।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সেতু ভবনে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভা শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, কোনো বিষয়ে পুরোপুরি না জেনে নিউজ করবেন না। সম্মেলনে কেউ মারা গেলে তার প্রমাণ তো থাকবে। আপনারা জানার চেষ্টা করুন কি কারণে তার মৃত্যু হয়েছে।
তিনি বলেন, একটা লোক দুবাই থেকে দেশে এসেছে। তিনি স্ট্রোক করেছেন। তার পরিবার তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা গেছেন। এর সঙ্গে আওয়ামী লীগের সম্মেলনের কোনো সম্পর্ক নেই।
Tag: English News lid news national
No comments: