আলভেসের নামে অর্থ আত্মসাতের অভিযোগ, খেলতে পারবেন তো বিশ্বকাপ?
কাতার বিশ্বকাপের বাকি আর মাত্র সপ্তাহখানেক। এর মধ্যে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া দানি আলভেসের নামে উঠেছে এক গুরুতর অভিযোগ। একটি এনজিও প্রতিষ্ঠান থেকে প্রায় ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির ফেডারেল পাবলিক মিনিস্ট্রি।স্প্যানিশ সংবাদ মাধ্যম এএস রোববার (১৩ নভেম্বর) তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বার্সেলোনার সাবেক রাইটব্যাক আলভেসের বিরুদ্ধে এনজিও’র নামে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম জি গ্লোবের বরাত দিয়ে এসএস আরও জানায়, এনজিও’র জন্য গঠিত ফান্ড থেকে ৬.২ মিলিয়ন রেইজ (ব্রাজিলিয়ান মুদ্রা) বা ১১ কোটি ৮০ লাখ টাকা নিয়েছেন আলভেস। অথচ এনজিও’র প্রয়োজনীয় শর্ত পূরণ করেননি বা করতে পারেননি তিনি।
আরও পড়ুন: কারও হৃদয়ে আমার নাম থাকবে: নেইমার
অবশ্য ওই তদন্ত বা আইনি প্রক্রিয়ায় আলভেসের বিশ্বকাপে অংশ নেওয়ায় কোন বাধা আছে কিনা জানানো হয়নি।
কাতার বিশ্বকাপের জন্য ব্রাজিলের ২৬ জনের ঘোষিত দলে চমক হয়ে এসেছে দানি আলভেসের নাম। তার বয়স হয়ে গেছে ৩৯ বছর। বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষে বর্তমানে তিনি খেলছেন মেক্সিকান ক্লাব পুমাসে। যেখানে খুব একটা ছন্দেও নেই তিনি।
আরও পড়ুন: ষষ্ঠ তারার অপেক্ষায় পেলে
আলভেসকে দলে নেওয়ায় ব্রাজিল কোচ তিতের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। তবে আলভেস কেন দলে সে ব্যাখ্যাও দিয়েছেন তিতে। তার মতে, দুর্দান্ত স্কিল এবং অভিজ্ঞতার কারণেই তাকে বিশ্বকাপগামী ব্রাজিল দলে রাখা হয়েছে।
Tag: English News games lid news world
No comments: