সুইডেনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন।।
সুইডেন প্রতিনিধি।- ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে সুইডেন বিএনপির উদ্যোগে গতকাল স্টকহমের মেদবরিয়াপ্লাসটিনে ইণ্ডিয়া গার্ডেনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সুইডেন বিএনপির আহবায়ক তারেক মাহফুজের সডাপতিত্বে ও সদস্য সচিব রেজাউল করিম শিশিরের সঞ্চালনায় টেলিকনফারেঞ্চে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষায়ক সম্পাদক ও ইউরোপ বিএনপির সাংগঠনিক সন্বনায়ক মাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান টিপু। এ সমায় আরও বক্তব্য রাখেন সুইডেন বিএনপির নেতা ডঃ আনোয়ার হোসেন,নাজমুল শিপার,মস্তফা হাসান স্বপন,আবু হাসান খান বাবু,মাসুদুল হক আফতাবি,মাসসুদুল হক হিমু,নাজমুল,শাহদত হোসেন কাইজার,সফিউল আলম রিপন, নিকছোন জমাদার প্রমুখ।
প্রধান অতিথি মাহিদুর রহমান ব্লক্তব্য প্রদান কালে বলেন অবৈধ সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তত্যাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির আন্দোলন তিব্র থেকে তিব্রতর হচ্ছে,যে কোন সময় এ ফ্যাসিস্ট সরকারের পতন ঘটবে
ইনশাআল্লাহ। বতর্মানে আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলনকে আরও তীব্রতর করতে হবে।
Tag: Zilla News
No comments: