সাবেক এসপি বাবুল আক্তারকে গ্রেপ্তারের নির্দেশ আদালতের
সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। পুরোনো ছবি
সাবেক এসপি বাবুল আক্তারের বিরুদ্ধে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারের করা মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম এই আদেশ দেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) শরীফ বলেন, বুধবার রাতে মামলার তদন্ত কর্মকর্তা ধানমণ্ডি থানার পরিদর্শক (অপারেশন্স) রবিউল ইসলাম বাবুলকে গ্রেপ্তার দেখানোর আবেদনসহ সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। সে আবেদনের প্রেক্ষিতে বিচারক গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
এর আগে ২৭ সেপ্টেম্বর সাংবাদিক ইলিয়াস হোসাইন ও পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারসহ চার জনের বিরুদ্ধে রাজধানীর ধানমণ্ডি থানায় পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার বাদী হয়ে মামলা করেন। মামলায় ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনে অভিযোগ আনা হয়েছে। মামলার অন্য দুই আসামি হলেন-বাবুল আক্তারের ভাই মো. হাবিবুর রহমান লাবু (৪৫) ও বাবা মো. আব্দুল ওয়াদুদ মিয়া (৭২)
Tag: English News lid news politics
No comments: