Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » বিশ্বকাপের জন্য ২১ জনের দল দিল ডেনমার্ক




একের কোচের চিন্তা একেক রকম। ব্রাজিল কোচ তিতে কাতার বিশ্বকাপের জন্য ২৬ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছেন। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি দিয়েছেন ৩১ জনের দল। ১৪ নভেম্বর দলটা ২৬ জনে নামাবেন তিনি। কাতার বিশ্বকাপের জন্য ২১ জনের দল ঘোষণা করেছেন ডেনমার্কের কোচ কাসপার হুলমান্ড। ফিফার নিয়ম অনুযায়ী, ২৬ জনের দল নিয়ে বিশ্বকাপে যাওয়া যাবে। কিন্তু ১৩ নভেম্বর ইউরোপিয়ান লিগের ম্যাচ শেষ হওয়ার পরে চূড়ান্ত দল দেবেন তিনি। তার দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ গোলরক্ষক কাসপার স্মাইকেল, অভিজ্ঞ ডিফেন্ডার ক্রিস্টেনসেন, সিমন কাজের, মিডফিল্ডার এরিকসন ও থমাস ডিলানি, ফরোয়ার্ড মার্টিন ব্রাথওয়েট, ডেমস গার্ডরা জায়গা পেয়েছেন। ডেনমার্ক এবারের বিশ্বকাপে গ্রুপ ‘ডি’তে তিউনিসিয়া, ফ্রান্স ও অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। ডেনমার্কের দল: কাসপার স্মাইকেল (নাইচ), অলিভের ক্রিস্টেনসেন (হার্থা বার্লিন)। ডিফেন্ডার: জোয়াকিম অ্যান্ডারসেন (ক্রিস্টাল প্যালেস), ভিক্টর নেলসন (গ্যালাতাসারে), সিমন কেজার (এসি মিলান), জোয়াকিম মাহলি (আটালান্টা), আন্দ্রেস ক্রিস্টেনসেন (বার্সেলোনা), রাসমুস ক্রিস্টেনসেন (লিডস ইউনাইটেড), জেনস লারসেন (ট্রাবসনসপর), ড্যানিয়েল ওয়াস (ব্রন্ডবাই)। মিডফিল্ডার: জাসপার লিন্ডস্ট্রম (ইনট্রাক ফ্রাঙ্কফুট), ম্যাথিউস জাননেস (ব্রেন্টফোর্ড), থমাস ডিলানি (সেভিয়া), ক্রিস্টিয়ান এরিকসন (ম্যানইউ), পিয়েরে ইমাইল হজবার্গ (টটেনহ্যাম)। ফরোয়ার্ড: মার্টিন ব্রাথওয়েট (সিল্কিবার্গ), আন্দ্রেসা ওলসেন (ক্লাব ব্রুগ), কাসপার ডোলবার্গ (সেভিয়া), মাইকেল ডেমসগার্ড (ব্রেন্টফোর্ড), আন্দ্রেসা কর্নিলিউস (কোপেনহেগেন), জোনাস উইন্ড (উলভসবার্গ)।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply