ফারদিনের বান্ধবী বুশরা পাঁচ দিনের রিমান্ডে
নিহত বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের বান্ধবী বুশরা পাঁচ দিনের রিমান্ডে। ছবি : সংগৃহীত
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ (২৪) হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় বান্ধবী বুশরার পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান আজ বৃহস্পতিবার এই আদেশ দেন। এর আগে দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ। এ সময় তার সাত দিনের রিমান্ড আবেদন করা হয়।
আজ সকালে রাজধানীর রামপুরা এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বুশরা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
বুয়েট শিক্ষার্থী ফারদিন গত ৫ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন। ওইদিনই রাজধানীর রামপুরা থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা কাজী নূর উদ্দিন। নিখোঁজের দুদিন পর গত সোমবার ৭ নভেম্বর সন্ধ্যা ৬টায় নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। মরদেহ ময়নাতদন্তের পর চিকিৎসকরা জানান তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং তাঁকে হত্যা করা হয়েছে।
এরপরে ৯ নভেম্বর ফারদিনের বাবা নূর উদ্দিন রানা বাদী হয়ে রামপুরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় বান্ধবী বুশরাসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে
Tag: English News lid news national
No comments: