বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যা মামলায় বান্ধবী গ্রেপ্তার
বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ। ছবি : সংগৃহীত
বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা মামলায় তার বান্ধবী ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্রী আমাতুল্লাহ বুশরাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে রামপুরার বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল জোনের উপকমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
হায়াতুল ইসলাম খান বলেন, আজ বৃহস্পতিবার সকালে রামপুরার এলাকা থেকে বুশরাকে গ্রেপ্তার করা হয়েছে। ফারদিন নূর পরশ হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে, বুশরা ফারদিন নূর পরশের প্রেমিকা কি না, সেই তথ্য আমাদের কাছে নেই।’
এর আগে নিখোঁজের তিনদিন পর গত সোমবার রাতে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে বুয়েট ছাত্র ফারদিন নূর পরশের মৃতদেহ উদ্ধার করা হয়। রাজধানীর রামপুরা থেকে নিখোঁজ হন ফারদিন। নিখোঁজের পর ফারদিনের বাবা রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।
ডিসি হায়াতুল ইসলাম খান বলেন, ‘এ ঘটনায় ফারদিনের বাবা নুর উদ্দিন রানা বাদি হয়ে রামপুরা থানায় মামলা করেন। বুধবার রাতে একটি হত্যা মামলা করা হয়েছে। মামলায় নিহতের বান্ধবী ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বুশরাসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। তদন্তের জন্য আমরা যে কাউকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারি। ঘটনাটির রহস্য উদঘাটন করতে আমরা তদন্ত করছি।
Tag: English News lid news national
No comments: