Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » শস্য রফতানি নিয়ে বাইডেন-এরদোগান আলোচনা সম্পন্ন




যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান মঙ্গলবার (১৫ নভেম্বর) ইস্তাম্বুলে ভয়াবহ বোমা হামলার ঘটনা এবং ইউক্রেনের শস্য রফতানির আন্তর্জাতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন। হোয়াইট হাউস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর এএফপি’র। হোয়াইট হাউস বিবৃতিতে জানায়, গত রোববার (১৩ নভেম্বর) ইস্তাম্বুলের একটি ব্যস্ত রাস্তায় বোমা হামলায় ছয়জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাইডেন। তিনি বলেন, ‘আমরা আমাদের ন্যাটো মিত্রের পাশে আছি।’ দুই নেতা ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শীর্ষ সম্মেলনের শেষ পর্যায়ে বেশ কিছু বিষয়ে কথা বলেছেন। মার্কিন-তুর্কি সম্পর্কের কেন্দ্রে থাকা কতিপয় বিষয় যা প্রায়শই বিতর্ক সৃষ্টি করে- সেসব নিয়েও তারা আলোচনা করেন। তুর্কি সরকার এই হামলার জন্য কুর্দি জঙ্গি গোষ্ঠী পিকেকে দায়ী করেছে। তবে গোষ্ঠিীটি এই হামলার ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। আরও পড়ুন: জি-২০ সম্মেলন শুরু মঙ্গলবার তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু সোমবার (১৪ নভেম্বর) মার্কিন দূতাবাসের জারি করা সমবেদনা গ্রহণ করতে অস্বীকার করেছেন। সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি যোদ্ধাদের অস্ত্র দিয়ে ওয়াশিংটন সহায়তা করে থাকে উল্লেখ করে তিনি বলেন, আমরা মার্কিন দূতাবাসের শোক বার্তা গ্রহণ না করে বরং তা প্রত্যাখ্যান করি। বাইডেন-এরদোগান বৈঠকে কৃষ্ণ সাগর পেরিয়ে ইউক্রেনের শস্য বিশ্ববাজারে নিরাপদে রফতানির জন্য একটি আন্তর্জাতিক চুক্তির বিষয়ে আলোচনা করেন। বৈশ্বিক খাদ্য সরবরাহ বিঘ্নিত না করার ক্ষেত্রে এটি অত্যাবশ্যক, কিন্তু শনিবার (১৯ নভেম্বর) এই চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্ট বাইডেন ‘ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ’ পুনরায় চালু করার বিষয়ে প্রেসিডেন্ট এরদোগানের প্রচেষ্টার প্রশংসা করেছেন। তারা উভয়ই রাশিয়ার যুদ্ধের মধ্যে বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার উন্নয়ন প্রচেষ্ট অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন। আরও পড়ুন: জি-২০ সম্মেলন: বালিতে বিশ্বনেতাদের মিলনমেলা ইন্দোনেশিয়ার বালিতে মঙ্গলবার (১৫ নভেম্বর) থেকে শুরু হয়েছে দু'দিনব্যাপী জি-২০ সম্মেলন। বিশ্বের ২০টি বৃহৎ অর্থনীতির দেশের এই জোটের সম্মেলনে যোগ দিতে এরই মধ্যে বালিতে অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। সম্মেলন শুরুর আগে গত ১৩ নভেম্বর জোটের স্বাস্থ্য ও অর্থমন্ত্রীরা এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। আগামীতে যে কোনো মহামারি মোকাবিলায় ১৪০ কোটি মার্কিন ডলারের একটি তহবিল গঠনের ঘোষণা দেন তারা






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply