Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » » কাতার বিশ্বকাপে কোন দল পাবে কত কোটি টাকা




ফুটবল বিশ্বকাপ। ফাইল ছবি ফুটবল বিশ্বকাপ নিয়ে কৌতূহলের সীমা নেই ভক্তদের। বিশ্বকাপের আঁচে উত্তাপ ছড়ায় সর্বত্র। প্রিয় দলের হাতে শিরোপা দেখতে নানান হিসাব-নিকাশ মেলায় সমর্থকরা। আর কদিন বাদেই কাতারে বসতে চলেছে এবারের ফিফা বিশ্বকাপ। আগামী ২০ নভেম্বর মাঠে গড়াবে ইতিহাসের সবচেয়ে খরুচে আসর। বিশ্বকাপ শুরুর সময়টাতে ইউরোপে শীতকাল। বাংলাদেশও শীতের সময়। এমন হিমশীতল সময়ে মাঠের খেলা দিয়ে সবাইকে তাতিয়ে রাখার দায়িত্ব ফুটবলারদের। শ্রেষ্ঠত্ব ছোঁয়ার মিশনে সফল হলে সোনালি গোলক তো আছেই, সঙ্গে পাবে বিশাল অঙ্কের অর্থ। যার পরিমাণও আকাশ ছোঁয়া। জেনে নেওয়া যাক কাতার বিশ্বকাপে কোন দল পাচ্ছে কত টাকা! স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুসারে, কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে পাবে ৩৮ মিলিয়ন ইউরো। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ৪০৪ কোটি ২৪ লাখেরও বেশি। ফাইনালে হেরে গিয়ে স্বপ্নভঙ্গ হলেও অর্থের অঙ্ক তাতে খানিকটা প্রলেপ দেবে রানার্সআপ দলের ক্ষতে। তারা পাবে ২৭.২৭ মিলিয়ন ইউরো। যার পরিমাণ বাংলাদেশি টাকায় প্রায় ২৯০ কোটি। তৃতীয় হওয়া দল পকেট পুরবে ২৪.৪৫ মিলিয়ন ইউরো বা ২৬০ কোটি টাকা প্রায়। চতুর্থ হওয়া দলের হাতে যাবে ২২.৬৪ মিলিয়ন ইউরো বা ২৪০ কোটি টাকা প্রায়। শেষ আট বা কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া প্রত্যেক দলকে দেওয়া হবে ১৫.৪০ মিলিয়ন ইউরো বা ১৬৩ কোটি ৮২ লাখ ৫২ হাজার টাকা প্রায়। গ্রুপপর্ব শেষ করে নকআউটের প্রথম ধাপ শেষ ষোলো। সেখানে জিতলে কোয়ার্টার ফাইনাল, হারলে বাড়ি। বাড়ি যাওয়ার আগে দলগুলো ফিফার কাছ থেকে বুঝে নিবে ১১.৭ মিলিয়ন ইউরো বা ১২৪ কোটি ৪৬ লাখ ৪০ হাজার টাকা করে। বিশ্বকাপ এমনই এক সোনার হরিণ, যেখানে সবকিছু হাতছানি দেয়। তবে, অর্থ-বিত্তের চেয়ে তারকাদের কাছে গুরুত্বপূর্ণ ওই সোনালি গোলক, যার ছটা তাঁদের এনে দিতে পারে অমরত্ব।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply