গুলিবিদ্ধের স্থান থেকেই লংমার্চ শুরু করবেন ইমরান
পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদের যেখানে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গুলি করা হয়েছিল, সেখান থেকেই আগামী মঙ্গলবার তিনি লংমার্চ শুরু করবেন। তিনি বলেছেন, রাজধানী ইসলামাবাদের দিকে তাঁর লং মার্চ চলবে। ডনের বরাতে খবর এনডিটিভির।
ইমরান খান লাহোরে সংবাদ সম্মেলনে বলেন, “আমাকে এবং আরও ১১ জনকে ওয়াজিরাবাদের যে স্থানে গুলি করা হয়েছিল ও যেখানে মোয়াজ্জামকে শহীদ করা হয়েছিল, সেই স্থান থেকে আগামী মঙ্গলবার আবার আমাদের মার্চ শুরু হবে।”
পিটিআইয়ের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সম্প্রচারিত এক বার্তায় ইমরান বলেন, “আমি এখান (লাহোর) থেকে মিছিলে ভাষণ দেব এবং আমাদের পদযাত্রা (গতির ওপর নির্ভর) আগামী ১০ থেকে ১৪ দিনের মধ্যে রাওয়ালপিন্ডিতে পৌঁছাবে।”
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান জানান, লংমার্চটি রাওয়ালপিন্ডিতে পৌঁছলে তিনি তাতে যোগ দেবেন এবং নিজেই এর নেতৃত্ব দেবেন।
ইমরান খান বৃহস্পতিবার ওয়াজিরাবাদে তার লং মার্চের সময় গুলিবিদ্ধ হন। এ সময় তাঁর পায়ে গুলি লাগে। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
Tag: English News lid news others world
No comments: