যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের সর্বশেষ ফলাফল
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে এখন চলছে ভোট গণনা। প্রাথমিক ফলাফলে ডেমোক্র্যাট-রিপাবলিকানদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, সিনেটের নিয়ন্ত্রণ রিপাবলিকান নাকি ডেমোক্র্যাটের হাতে যাবে, সেটি নিয়ে তিনটি অঙ্গরাজ্য জর্জিয়া, নেভাডা ও অ্যারিজোনার ফলাফল এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এর আগে মার্কিন কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠ ছিল ডেমোক্র্যাটিক পার্টি। সিএনএন জানিয়েছে, এবারের নির্বাচনে এখন পর্যন্ত ডেমোক্র্যাটিক পার্টি পেয়েছে ৪৮ এবং রিপাবলিকান পেয়েছে ৪৯টি আসন। আর ২টি আসন পেলে সিনেট যাবে রিপাবলিকানদের নিয়ন্ত্রণে। এতে সংখ্যাগরিষ্ঠতা হারাবে ডেমোক্র্যাট।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে চার বাংলাদেশির জয়
সিএনএন জানিয়েছে, এখন পর্যন্ত নির্বাচনের যা ফলাফল তাতে রিপাবলিকান পার্টি মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে। নিম্নকক্ষের ৪৩৫ আসনের মধ্যে ২০৪ টিতে জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থীরা। ডেমোক্র্যাটিক প্রার্থীরা ১৮৭টি আসনে জয় পেয়েছেন। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতার জন্য ২১৮ আসন প্রয়োজন।
ক্ষমতার পালাবদল না ঘটলেও মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ জো বাইডেনের ডেমোক্র্যাট নাকি ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকানের হাতে যাবে, মধ্যবর্তী এ নির্বাচনে তা নির্ধারণ হবে। আর এ ফলাফলের ওপর নির্ভর করছে আগামী দুবছর প্রেসিডেন্ট বাইডেনের দেশ পরিচালনা কতটা নির্বিঘ্ন হবে।
Tag: English News Featured others world
No comments: