Sponsor



Slider

দেশ - বিদেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » শার্লিনের সঙ্গে ঝগড়া, আর এবার প্রেমিক আদিলের বিরুদ্ধেও থানায় রাখি!




শার্লিনের সঙ্গে ঝগড়া, আর এবার প্রেমিক আদিলের বিরুদ্ধেও থানায় রাখি! কথায় বলে, গুজব এবং গুঞ্জন সবসময়ই দাবানলের মতো ছড়িয়ে পড়ে। শোনা যাচ্ছে, গত কয়েকমাসে তাঁর জন্য খরচ করা সমস্ত টাকা রাখির কাছ থেকে ফেরত চেয়েছেন আদিল দুরানি। রাখি সেটা দিতে অস্বীকার করলে আদিল নাকি তাঁকে মারধর করেন। যদিও প্রেমিক আদিল দুরানির বিরুদ্ধে থানায় যাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন রাখি সাওয়ান্ত। তাঁর কথায়, 'আমি FIR করেছি, তবে আদিল নয় শার্লিনের বিরুদ্ধে। আমি আর আদিল অবিচ্ছেদ্য, যদি কেউ আমাদের মধ্যে আসে, তাহলে আমি তাঁদের ছাড়ব না।'

Rakhi Sawant vs Sherlyn Chopra : শার্লিনের সঙ্গে ঝগড়া, আর এবার প্রেমিক আদিলের বিরুদ্ধেও থানায় রাখি! Rakhi Sawant, Sherlyn Chopra, FIR, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : বেশকিছুদিন ধরেই শার্লিন চোপড়ার সঙ্গে বাকযুদ্ধের জেরে চর্চায় ছিলেন রাখি সাওয়ান্ত। শার্লিনের বিরুদ্ধে তিনি FIR-ও করেছেন। আর এবার প্রেমিক আদিলের সঙ্গেও ঝামেলায় জড়ালেন রাখি, হয়েছেন পুলিসের দ্বারস্থ। বৃহস্পতিবার সকাল থেকেই এমন খবরে সরগরম বি-টাউন। হঠাৎ হলটা কী! প্রথমে শার্লিন, আর এবার প্রেমিক আদিলের বিরুদ্ধে কেনই বা থানায় গেলেন রাখি সাওয়ান্ত? জানা যাচ্ছে, আদিল দুরানির বিরুদ্ধে মুম্বইয়ের ওশিওয়ারা থানায় অভিযোগ দায়ের করেছেন রাখি। কথায় বলে, গুজব এবং গুঞ্জন সবসময়ই দাবানলের মতো ছড়িয়ে পড়ে। শোনা যাচ্ছে, গত কয়েকমাসে তাঁর জন্য খরচ করা সমস্ত টাকা রাখির কাছ থেকে ফেরত চেয়েছেন আদিল দুরানি। রাখি সেটা দিতে অস্বীকার করলে আদিল নাকি তাঁকে মারধর করেন। যদিও প্রেমিক আদিল দুরানির বিরুদ্ধে থানায় যাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন রাখি সাওয়ান্ত। তাঁর কথায়, 'আমি FIR করেছি, তবে আদিল নয় শার্লিনের বিরুদ্ধে। আমি আর আদিল অবিচ্ছেদ্য, যদি কেউ আমাদের মধ্যে আসে, তাহলে আমি তাঁদের ছাড়ব না।' সম্প্রতি, মাইসোরের ব্যবসায়ী আদিল দুরানিকে রাখি সাওয়ান্তের সঙ্গে 'তু মেরা দিলমে রাখনে লায়ক নেহি' নামে একটি মিউজিক ভিডিয়োতে দেখা গিয়েছে। আবার এও শোনা যাচ্ছে, সম্প্রতি রাখি নাকি আদিল দুরানিকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। প্রসঙ্গত, এর আগে রীতেশ সিং নাকে একজনকে বিয়ে করেছেন বলে জানিয়েছিলেন রাখি, তাঁদের সেই বিয়ে নাকি ভেঙেও গিয়েছে। এদিকে, #MeToo অভিযুক্ত সাজিদ খানের পাশে দাঁড়িয়ে শার্লিন চোপড়ার সঙ্গে বাকযুদ্ধে জড়িয়েছেন রাখি সাওয়ান্ত। সাজিদ খানের বিরুদ্ধে করা শার্লিন চোপড়ার FIR প্রসঙ্গে রাখি বলেছিলেন, 'পুলিসও জানে, কোন অভিযোগের মেরিট আছে, আর কোনটাই নেই।' আর এরপরই রাখির বিরুদ্ধে মানহানির মামলা করেন শার্লিন। সংবাদ সংস্থা PTI সূত্রে খবর, রাখির বিরুদ্ধে আম্বোলি থানায় মানহানির মামলা করেছেন তিনি। তাঁর অভিযোগ, সাংবাদিক সম্মেলনের সময় রাখি আপত্তিজনক ভিডিয়ো দেখিয়েছেন, এবং আপত্তিজনক শব্দ ব্যবহার করেছেন। যে অভিযোগের ভিত্তিতে খুব শীঘ্রই পুলিস রাখিকে ডেকেও পাঠাবে বলে শোনা যায়। এদিকে রাখির অভিযোগ, শার্লিন তাঁকে বলেছেন তিনি নাকি ঘন ঘন বয়ফ্রেন্ড বদলান, শয্যাসঙ্গী বদলান। আর তাই তিনি শার্লিনের বিরুদ্ধে ওশিওয়ারা থানায় অভিযোগ করেছেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply