বৃষ্টি বাঁচাল পাকিস্তানকে, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে টিকে থাকলেন বাবররা
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকল পাকিস্তান। বৃহস্পতিবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে৩৩ জিতলেন বাবর আজ়মরা।
দক্ষিণ আফ্রিকার উইকেট ফেলার পর শাদাবদের উচ্ছ্বাস।
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকল পাকিস্তান। বৃহস্পতিবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৩৩ রানে জিতলেন বাবর আজ়মরা। চার ম্যাচে চার পয়েন্ট হল পাকিস্তানের। ব্যাটে-বলে দুরন্ত খেললেন শাদাব খান। প্রথমে ঝোড়ো অর্ধশতরান করলেন। তার পর বল হাতে তুলে নিলেন দু’টি গুরুত্বপূর্ণ উইকেট।
Advertisement
প্রথম ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। ওয়েন পার্নেলকে চার মারার পরেই বোল্ড হয়ে যান মহম্মদ রিজ়ওয়ান। বেশি ক্ষণ টিকতে পারেননি অধিনায়ক বাবর আজ়মও। ধরে ধরে ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু লুনগি এনগিডিকে মারতে গিয়ে আউট হলেন। পিছন দিকে অনেকটা দৌড়ে ক্যাচ নেন কাগিসো রাবাডা।
প্রাথমিক ধস সামনে অবশ্য পাকিস্তানকে বেশ কিছুটা এগিয়ে দেন মহম্মদ হ্যারিস। চোট পাওয়া ফখর জ়মানের জায়গায় দলে সুযোগ পেয়েছেন তিনি। এই ম্যাচে প্রথম বার বিশ্বকাপে নামলেন। শুরু থেকেই প্রোটিয়া জোরে বোলারদের উপর আক্রমণ শুরু করেন তিনি। রাবাডা, অনরিখ নোখিয়া, পার্নেল— কাউকে ছাড়েননি তিনি। তবে বেশি ক্ষণ ক্রিজে টিকতে পারলেন না। নোখিয়ার বলে আড়াআড়ি ভাবে ব্যাট চালাতে গিয়ে এলবিডব্লিউ হলেন
Tag: English News games lid news world
No comments: