অ্যারিজোনায় ডেমোক্র্যাটদের জয়, মনোযোগের কেন্দ্রে নেভাদা
অ্যারিজোনায় জয়লাভ করেন ডেমোক্র্যাট প্রার্থী মার্ক কেলি। ছবি: সংগৃহীত
আরও জমে উঠেছে মার্কিন সিনেটের নিয়ন্ত্রণের লড়াই। অ্যারিজোনায় ডেমোক্র্যাট প্রার্থী মার্ক কেলির জয়ের মধ্য দিয়ে উচ্চকক্ষে সমান সমান দাঁড়ালো দুই আসন সংখ্যা। সিনেটে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য নেভাদায় অথবা সামনের মাসে জর্জিয়ার জয়লাভ করতে হবে ডেমোক্র্যাটদের। খবর নিউইয়র্ক টাইমসের।
অ্যারিজোনে অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রার্থী ব্লেক মাস্টার্সকে হারিয়ে বিজয়ী হয়েছেন ডেমোক্র্যাট মার্ক কেলি। এর মধ্য দিয়ে ১০০ আসনের সিনেটে দুই দলের আসন সংখ্যা দাঁড়ালো ৪৯ টি করে। এবার জর্জিয়া ও নেভাদার ওপর নির্ভর করছে মধ্যবর্তী নির্বাচনের ফলাফল। নেভাদায় দুই দলের প্রার্থীদের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। সেখানে রিপাবলিকান প্রার্থী অ্যাডাম লেক্সল্টের সাথে ব্যবধান কমিয়ে এনেছেন সিনেটর ক্যাথরিন কর্তেজ মাস্তো।
অন্যদিকে, জর্জিয়ায় ২য় দফায় গড়িয়েছে ভোট। ৬ ডিসেম্বর আবারও রায় জানাবেন বাসিন্দারা। এদিকে প্রতিনিধি পরিষদে আধিপত্যের জন্য প্রয়োজনীয় ২১৮ আসনের ২১১টি নিশ্চিত করেছে রিপাবলিকানরা। ডেমোক্র্যাটরা পেয়েছে ১৯৯টি আসন। তাই ৪৩৫ আসনের হাউসে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ অনেকটা নিশ্চিত। উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা থাকলে ডেমোক্র্যাটদের যেকোনো বিল পাসে বাধা দিতে পারবে বিরোধীরা।
No comments: