দ্বিতীয় ওভারে রাহুলকে ফেরালেন ওকস
ঘটনাবহুল ওভার
স্যাম কারেনের পরপর দুই বলে দুটি চার, তবে একটিতেও তেমন নিয়ন্ত্রণ ছিল না রোহিতের। প্রথমটি গেছে মিডউইকেটে থাকা ওকসের মাথার ওপর দিয়ে, পরেরটি তাঁর বাঁদিকের গ্যাপ দিয়ে। পরের বলে কাট করেছিলেন রোহিত, ডানদিকে ঝাঁপিয়ে তাতে হাত লাগিয়েছিলেন হ্যারি ব্রুক। ক্যাচ হলে সেটি হতে পারত দুর্দান্ত, তবে নিশ্চিতভাবেই ৩ রান বাঁচিয়েছেন ব্রুক।
Tag: games
No comments: