বাটলারের ইংল্যান্ডের কাছে পিষে যাওয়ায় স্বপ্ন অধরা, কী লিখলেন হতাশ বিরাট?
সব ধরনের আইসিসি প্রতিযোগিতায় শুধুই ব্যর্থতা। স্বভাবতই আলোচনা চলছে টিম ইন্ডিয়া নতুন 'চোকার্স' নয় তো! পরিসংখ্যান অবশ্য তেমনই ইঙ্গিত দিচ্ছে। ২০০৯, ২০১০, ২০১২, ২০১৪ ও ২০১৬ সালে খালি হাতে ফেরার পর, ২০২১-এর টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিল সবচেয়ে খারাপ পারফরম্যান্স। প্রথম রাউন্ড থেকেই ছিটকে যায় ভারত।
Virat Kohli, ICC T20 World Cup 2022: বাটলারের ইংল্যান্ডের কাছে পিষে যাওয়ায় স্বপ্ন অধরা, কী লিখলেন হতাশ বিরাট?
এভাবেই হতাশ হয়ে মাঠ ছেড়েছিলেন বিরাট কোহলি। ছবি: টুইটার
৬ ম্যাচে ২৯৬ রান। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup 2022) সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় এখনও বিরাট কোহলির (Virat Kohli) নাম জ্বলজ্বল করছে। ভেবেছিলেন এবার বিশ্বকাপটা হাতে নিয়েই দেশে ফিরবেন। কিন্তু সেই স্বপ্ন পূরণ হল কোথায়! ২০১১ সালের পর ২০১৩। ৫০ ওভারের বিশ্বকাপ জেতার পর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। দুটি আইসিসি (ICC) ট্রফি হাতে তুলেছিলেন 'কিং কোহলি'। কিন্তু এরপর থেকে শুধুই শূন্যতা। স্বভাবতই হতাশ টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন অধিনায়ক। নিজের মনের যন্ত্রণা তুলে ধরলেন সোশ্যাল মিডিয়াতে।
শুক্রবার দেশের ফেরার বিমান ধরেছে ভারতীয় দল। এর আগে বিরাট টুইটারে নিজের যন্ত্রণার কথা লিখেছেন, 'স্বপ্নপূরণ না করেই অস্ট্রেলিয়া ছাড়তে হচ্ছে। হতাশ হৃদয় নিয়ে ফিরছি আমরা। কিন্তু হিসাবে বেশ কিছু ভাল মুহূর্ত নিয়েও ফিরছি। আমাদের লক্ষ্য থাকবে আরও ভাল খেলে ফিরে আসা।'
এরপর বিরাট সমর্থকদের উদ্দেশে লিখেছেন, 'আপনারা শুধু আমাদের জন্যই প্রতিটি স্টেডিয়ামের গ্যালারি ভরিয়েছেন। দেশের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামার জন্য আজীবন গর্বিত।'
সব ধরনের আইসিসি প্রতিযোগিতায় শুধুই ব্যর্থতা। স্বভাবতই আলোচনা চলছে টিম ইন্ডিয়া নতুন 'চোকার্স' নয় তো! পরিসংখ্যান অবশ্য তেমনই ইঙ্গিত দিচ্ছে। ২০০৯, ২০১০, ২০১২, ২০১৪ ও ২০১৬ সালে খালি হাতে ফেরার পর, ২০২১-এর টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিল সবচেয়ে খারাপ পারফরম্যান্স। প্রথম রাউন্ড থেকেই ছিটকে যায় ভারত। ৫০ ওভারের বিশ্বকাপেও যে সাফল্য নেই। ২০১৫ ও ২০১৯ সালে সেমি ফাইনাল থেকেই বিদায় নিয়েছিল ভারত। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে ১৮০ রানে হেরে যাওয়ার যন্ত্রণা ভুলে যাওয়ার নয়। এমনকি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও তো নিউজিল্যান্ডের কাছে গত বছর হেরে যেতে হয়েছে।
তবে আইসিসি প্রতিযোগিতায় ভারতের 'চোক' করে যাওয়া নতুন ঘটনা নয়। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ২০১১ সালের ঘরের মাঠে ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল। এরপর এল ২০১৩ সাল। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে এই ইংল্যান্ডকে হারিয়েই দল চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। কিন্তু এরপর থেকে শুধুই একরাশ শূন্যতা। এবার দেখে নেওয়া যাক কোন কোন কারণে কাপ যুদ্ধ থেকে হারিয়ে গেল তারকাখচিত ভারতীয় দল। আর তাই একরাশ হতাশা নিয়ে সতীর্থদের সঙ্গে দেশে ফিরছেন বিরাট।
Tag: English News games others world
No comments: