যতটুকু প্রয়োজন, ততটুকু ঋণ নেয়া হচ্ছে: পরিকল্পনামন্ত্রী
দেশের জন্য যতটুকু প্রয়োজন, ততটুকু ঋণই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে নেয়া হচ্ছে। প্রয়োজনে আরও নেয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাজধানীর র্ফামগেটে দ্য ডেইলি স্টার ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
প্রসঙ্গত, গতকাল বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, বাংলাদেশ আইএমএফের ঋণ পাচ্ছে। নিজেদের জন্যই সংস্থাটির দেয়া শর্ত বাস্তবায়ন দরকার।
আ হ ম মুস্তফা কামাল সে সময় বলেছেন, আমরা যেভাবে চেয়েছিলাম, আইএমএফ সেভাবেই আমাদের ঋণ দিচ্ছে। আইএমএফের ঋণ আমরা পেতে যাচ্ছি ইনশাল্লাহ।
আইএমএফ আগামী তিন মাসের মধ্যে ঋণ অনুমোদন করবে। ঋণের পরিমাণ সাড়ে ৪ বিলিয়ন ডলার। সাত কিস্তিতে ২০২৬ সাল পর্যন্ত এ ঋণ আসবে। প্রথম কিস্তি আসবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। বাকি ঋণ প্রতি ছয় মাস অন্তর অন্তর ৬৬০ মিলিয়ন এসডিআর (স্পেশাল ড্রয়িং রাইটস) হিসেবে ৬টি সমান কিস্তিতে ২০২৬ সালের মধ্যে পাওয়া যাবে।
Tag: English News politics
No comments: