বেসামরিক জাহাজ ধ্বংস করছে রাশিয়া: ইউক্রেন
রুশ বাহিনী খেরসনের অধিকৃত দক্ষিণাঞ্চলে দিনিপ্রো নদীর তীরে রাখা বেসামরিক জাহাজ ধ্বংস করছে বলে অভিযোগ করেছে ইউক্রেনের সেনাবাহিনী। রোববার (৬ নভেম্বর) ইউক্রেনের জেনারেল স্টাফের মুখপাত্র এক বিবৃতিতে এ অভিযোগ করেন। খবর রয়টার্সের।
মুখপাত্র বিবৃতিতে বলেন, জাহাজগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে জাহাজের তেল নদীতে গিয়ে মিশছে। তবে মস্কোর এ ধরনের কর্মকাণ্ডের কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি। এ বিষয়ে তাৎক্ষনিকভাবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
No comments: