এনআইডি বিষয়ে রাষ্ট্রপতির সিদ্ধান্ত মানবে ইসি
জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নিয়ন্ত্রণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে কিনা সে ব্যাপারে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ যে সিদ্ধান্ত দেবেন তাই মেনে নেবে নির্বাচন কমিশন (ইসি)। বিষয়টি জানিয়ে রাষ্ট্রপতির কাছে ইসি থেকে চিঠিও দেওয়া হবে, যার অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগেও যাবে।
রোববার রাজধানীর আগারগাওঁয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে এ কথা জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর।
এনআইডি অনুবিভাগ নির্বাচন কমিশনের কাছ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে নেয়ার জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য আইন করার কাজ চলছে। এটি পাস হলেই এনআইডির সব কিছু নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চলে যাবে। আর জন্মের পরপরই নাগরিককে এনআইডি দেয়া হবে। তবে নির্বাচন কমিশন এই ক্ষমতা নিজেদের হাতে রাখতে চাইছে।
নির্বাচন কমিশনার আলমগীর বলেন, “নির্বাচন কমিশনের যে অফির্সাস সমিতি আছে, তারা আমাদের কাছে আবেদন দিয়েছিল। আমরা বলেছি, এটা মহামান্য রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেব। এটার অনুলিপি হয়ত সুরক্ষা বিভাগে যাবে, এটুকু সিদ্ধান্ত ছিল।”
কমিশনের চাওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “এটা (এনআইডি) এখানে থাকার কতগুলো ভালো দিক আছে। আবার সরকার নিয়ে যেতে চায়। আমরা চিন্তা করেছি মহামান্য রাষ্ট্রপতি যেহেতু রাষ্ট্রের প্রধান, আমাদেরও অভিভাবক, সরকারেরও অভিভাবক। ওনার কাছে আমরা পাঠিয়ে দেব। উনি যেটা ভালো মনে করেন।
“প্রধানমন্ত্রী অনেক বিষয়ে তার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেন। এজন্য চিন্তা করছি ওনার বিবেচনার উপরে ছেড়ে দিচ্ছি। আমরা চিঠিতে কোনো মন্তব্য করি নাই। আমরা চাইব আমাদের কাছে থাকুক। আমরা তো কোনো পক্ষ হতে পারি না। নির্বাচন কমিশন চাইবে সবাইকে নিয়ে কাজ করব। এজন্য তিনি (রাষ্ট্রপতি) যা ভালো মনে করবেন সে রকম সিদ্ধান্ত নেবেন।”
নির্বাচন কমিশন জাতীয় পরিচয়পত্রের কাজটা প্রথম থেকে করে আসছে উল্লেখ করে তিনি বলেন, “অনেক অভিজ্ঞতা হয়েছে। একটা প্রশিক্ষিত জনবল হয়েছে। এখানে থাকলে নতুন করে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সুযোগ নাই। এটা নিয়ে গেলে সরকারের জনবল এবং টেকনিক্যাল অবকাঠামো করতে হবে। সেজন্য খরচের ব্যাপার আছে; এটি সময়সাপেক্ষও।”
ভোটের আগে নিয়ে যাওয়া সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন, “আমি মনে করি না এত তাড়াতাড়ি নেয়া সম্ভব হবে।”
এনআইডির সব কিছু সরকার নিয়ে নিলে নির্বাচনে ভোটে কোনো প্রভাব পড়বে কিনা জানতে চাইলে কমিশনার আলমগীর বলেন, “আমরা তো ভোটার আইডি কার্ড হিসেবে দিয়েছি। পরে এটাকে নাম দিয়েছি জাতীয় পরিচয়পত্র হিসেবে। আমাদের কার্ড যদি সরকার নিয়েই যায় তাহলে সেক্ষেত্রে ওটাকে ভোটার আইডি কার্ড করে ফেলব।”
Tag: English News lid news national
No comments: