চোটাক্রান্ত সনকে নিয়েই বিশ্বকাপে দক্ষিণ কোরিয়া
চোটাক্রান্ত সনকে নিয়েই বিশ্বকাপে দক্ষিণ কোরিয়া
ছবি- সংগৃহীত
সামনে বিশ্বকাপ এমন অবস্থায় কিনা বেশ বাজেভাবে চোটে পড়েছিলেন দক্ষিণ কোরিয়ার অধিনায়ক সন হিউং-মিন। টটেনহ্যাম হটস্পারের হয়ে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলার সময় মুখে আঘাত পান এই কোরিয়ান অধিনায়ক। যে কারণে সার্জারিও করতে হয়েছিল তাকে।
ফলে বিশ্বকাপের মঞ্চে অধিনায়ক সনকে পাওয়া যাবে কি না, সেটি নিয়ে ছিল সংশয়। তবে চোটাক্রান্ত অধিনায়ককে নিয়েই বিশ্বকাপের দল ঘোষণা করেছেন দক্ষিণ কোরিয়ার কোচ পাউলো বেন্টো। শনিবার (১২ নভেম্বর) আসন্ন কাতার বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে দলটি।
সনের ইনজুরির কথা বিবেচনায় নিয়ে দলটি ২৬ নয় বরং ২৭ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছে। বিশ্বকাপের দল ঘোষণা নিয়ে কোরিয়ার পর্তুগিজ কোচ বেন্টো বলেন,
‘আমরা সন এবং টটেনহ্যাম হটস্পারসের মেডিকেল টিমের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। আমরা এখনও জানি না সন কবে থেকে অনুশীলনে নামতে পারবে। তবে আমরা অপেক্ষা করছি।
সিদ্ধান্তটা তাকেই নিতে হবে। তবে আমরা জানি, সে দ্রুতই উন্নতি করছে। এদিকে যদি শেষ পর্যন্ত সন খেলতে না পারে, এইজন্য আমরা দলের সঙ্গে ওহ হিউয়ন-জিউকে নিচ্ছি।’
দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় তারকা সন জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ১০৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৩৬ গোল করেছেন। দক্ষিণ কোরিয়া এবারের বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে ঘানা, পর্তুগাল এবং উরুগুয়ের বিপক্ষে খেলবে।
দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ একাদশ:
গোলরক্ষক: কিম সিউং-জিউ, সং বাম-কিউন, জো হাইয়ন-উ।
ডিফেন্ডারস: কোন কিউং-ওন, কিম মুন-ওয়ান, কিম মিন-জ্যা, কিম ইয়ং-ওন, কিম জিন-সু, কিম ট্যা-ওয়ান, ইউন জং-জিউ, চো ইউ-মিন, হং চুল।
মিডফিল্ডারস: ওন চ্যাং-হু, না স্যাং-হো, পাইক সিউং-হো, লি ক্যাং-ইন, লি জ্যা-সাং, জিওং উ-ইউং, ওয়াং ইন-বিওম, ওয়াং হি-চ্যান, সং মিন-কিউ, সন জুন-হো, না স্যাং-হো।
ফরোয়ার্ডস: সং হিউং-মিন, চো গিউ-সাং, ওয়াং উই-জো।
২৭তম ফুটবলার: ওহ হিউয়ন-জিউ।
Tag: English News games world
No comments: