খেরসন সিটি ছেড়েছেন ৭০ হাজার মানুষ
খেরসনে নিযুক্ত রাশিয়ার কর্মকর্তা জানিয়েছেন, খেরসন সিটি থেকে অন্তত ৭০ হাজার মানুষ চলে গেছেন।
nagad-300-250
ভ্লাদিমির সালদো নামের এই কর্মকর্তা আঞ্চলিক টিভিকে বলেছেন, সাধারণ মানুষদের সরিয়ে নেওয়ার কার্যক্রম শুরু হওয়ার পর এক সপ্তাহের মধ্যে অন্তত ৭০ হাজার মানুষ চলে গেছেন।
ইউক্রেন খেরসন অঞ্চলের রাজধানী খেরসন সিটিতে পাল্টা হামলা চালাতে পারে এ আশঙ্কার কথা জানিয়ে দিনিপ্রো নদীর বাঁ পাশ থেকে সাধারণ মানুষদের চলে যাওয়ার আহ্বান জানায় রাশিয়া। এমনকি বেসামরিকদের সরে যাওয়ার বিষয়টির দেখভাল করছে রুশ সেনারাই।
রাশিয়ার নিযুক্ত এ কর্মকর্তা দাবি করেছেন, খেরসন ছাড়ার সাধারণ মানুষের সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ অনেকে ব্যাক্তিগত উদ্যোগে নৌকা নিয়ে নদীর ওপার থেকে এপারে চলে এসেছেন।
এদিকে ইউক্রেনে হামলা করার ঠিক পরপরই খেরসন দখল করে ফেলে রুশ সেনারা। এরপর ছয় মাস অঞ্চলটির পূর্ণ নিয়ন্ত্রণ রাশিয়ার কাছেই ছিল। কিন্তু দুই মাস আগে পাল্টা আক্রমণ চালিয়ে খেরসনের কিছু অঞ্চল পুনর্দখল করেছে ইউক্রেনের সেনারা।
সূত্র: আল জাজিরা
Tag: English News Featured others world
No comments: